পদযাত্রার নামে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করাই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অন্যতম উদ্দেশ্য— এমন মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
বুধবার (২৩ জুলাই) সন্ধ্যায় রাজধানীর কবি নজরুল সরকারি কলেজ মাঠে “জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শহিদদের স্মরণে” কলেজ ছাত্রদল আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ইশরাক বলেন, “একটি মহল জুলাই অভ্যুত্থানের কৃতিত্ব নিজেদের নামে তুলে ধরতে চাইছে। তারা এ নিয়ে বিভ্রান্তিকর একটি ইজম চালু করেছে, যা প্রতিহত করতে হবে। এ অভ্যুত্থানের পেছনে লুকিয়ে কেউ কেউ দুর্নীতিতে লিপ্ত হয়েছে।”
তিনি আরও বলেন, “অন্তর্বর্তী সরকার সংস্কার ও বিচারের প্রতিশ্রুতি দিলেও গত এক বছরে বাস্তব কোনো বিচার কার্যক্রম দেখা যায়নি। একটি মাত্র ট্রাইব্যুনাল কেন, পাঁচটি গঠিত হয়নি—এটাই বড় প্রশ্ন।”
সরকারের কাঠামো নিয়ে ইশরাকের অভিযোগ, “বর্তমান সরকার স্বৈরাচারী চক্রের দ্বারা ঘেরা। আগের সরকারের অনুগতদের ঘিরে চলছে এ সরকার। তাদের রুখে দিতে হবে।”
আলোচনার একপর্যায়ে ইশরাক ঘোষণা দেন, জুলাই গণঅভ্যুত্থানে কবি নজরুল সরকারি কলেজের চার শহিদ শিক্ষার্থীর (ইকরাম হোসেন কাউসার, ওমর ফারুক, জিহাদ হোসেন, ও তৌহীদুল ইসলাম) স্মরণে একটি “শহিদ চত্বর” নির্মাণ করা হবে।
সভায় সভাপতিত্ব করেন কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইরফান আহমদ ফাহিম এবং সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব নাজমুল হাসান।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হামিদুর রহমান হামিদ।
এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সভাপতি জহির উদ্দিন তুহিন এবং কলেজ ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতারা।