রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে সারাদেশে। কোমলমতি শিক্ষার্থী ও শিক্ষক-শিক্ষিকাদের প্রাণহানিতে স্তব্ধ হয়ে গেছে দেশবাসী। এই হৃদয়বিদারক ঘটনার প্রতি গভীর শোক প্রকাশ করেছেন দেশের জনপ্রিয় ব্যান্ড তারকা জেমস ও তার ব্যান্ড ‘নগরবাউল’।
‘নগরবাউল জেমস’–এর অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক শোকবার্তায় তিনি লেখেন, “এ ভয়াবহ দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের অমূল্য শিক্ষার্থীদের মৃত্যু আমাদের হৃদয় বিদারিত করেছে। আমরা আহতদের ও তাদের পরিবারের পাশে রয়েছি।”
জেমস আরও বলেন, “বাংলাদেশ সেনাবাহিনী, ফায়ার সার্ভিস এবং উদ্ধারকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানাই, যারা সাহসিকতার সঙ্গে ঘটনাস্থলে উদ্ধার কাজে অংশ নিয়েছেন। নিহতদের আত্মার শান্তি, আহতদের দ্রুত আরোগ্য এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর জন্য আমরা প্রার্থনা করছি।”
বর্তমানে যুক্তরাষ্ট্র সফররত জেমস একাধিক কনসার্টে অংশ নিচ্ছেন। আগামী ২৫ জুলাই ফিলাডেলফিয়ার এক আয়োজনে ‘নগরবাউল জেমস লাইভ ইন ফিলাডেলফিয়া’ শীর্ষক কনসার্টে অংশ নেবেন তিনি। এরপর ২ আগস্ট ভার্জিনিয়ার উডব্রিজে ‘ফ্রিডম হাই স্কুল’ প্রাঙ্গণে আরেকটি কনসার্টে অংশ নেওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, গত ২১ জুলাই দুপুরে উত্তরায় মাইলস্টোন স্কুলের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে সঙ্গে সঙ্গেই ভবনটিতে আগুন ধরে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৩১ জন, আহত হয়েছেন শতাধিক মানুষ।