রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার মর্মান্তিক ঘটনায় দেশজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া। কোমলমতি শিশু শিক্ষার্থী ও শিক্ষকদের করুণ মৃত্যুর খবরে স্তব্ধ সবাই। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন বহু তারকা। ছোট পর্দার অভিনেতা আরশ খান এই ঘটনার প্রেক্ষিতে চলতি সপ্তাহে নিজের অভিনীত কোনো নাটক প্রচার না করার অনুরোধ জানিয়েছেন সংশ্লিষ্টদের।
এবার দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মাহমুদুল জানালেন, মাইলস্টোন ট্র্যাজেডির আবহে জুলাই মাসে তিনি কোনো গান প্রকাশ করবেন না।
বুধবার বিকেলে নিজের ফেসবুক পেজে একটি ছবি শেয়ার করে ক্যাপশনে তিনি লেখেন, “The show must go on।”
সেই পোস্টের নিচে এক ভক্ত, ইমরুল কায়েস সজিব, অনুরোধ করেন— “ইমরান ভাইয়া, দয়া করে অন্তত এক সপ্তাহের আগে কোনো গান প্রকাশ করবেন না। এই মুহূর্তে আমাদের কারও মন ভালো নেই। বিশেষ করে মাইলস্টোনের ছোট ছোট শিশুদের মৃত্যু কিছুতেই মেনে নেওয়া যাচ্ছে না।”
ভক্তের সেই আবেগময় মন্তব্যের জবাবে ইমরান লেখেন, “এক সপ্তাহ কেন, এই মাসেই কোনো গান রিলিজ হবে না।”
এর আগে মঙ্গলবার এক ফেসবুক পোস্টে ইমরান লেখেন, “ট্রমা কাজ করছে। আকাশে বিমানের শব্দ শুনলেই ভয় লাগে। ঘুম আসছে না। আল্লাহ সহায় হোন।”
উল্লেখ্য, গত ২১ জুলাই দুপুরে বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় বিমান ও স্কুল ভবনে। এখন পর্যন্ত নিহত হয়েছেন ৩১ জন এবং আহত হয়েছেন শতাধিক মানুষ।