Wednesday, July 23, 2025
spot_imgspot_img
Homeজাতীয়মাদক ও সন্ত্রাস দমনে যৌথভাবে কাজ করবে বাংলাদেশ-পাকিস্তান

মাদক ও সন্ত্রাস দমনে যৌথভাবে কাজ করবে বাংলাদেশ-পাকিস্তান

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সফররত পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন রাজা নাকভি। বৈঠকটি নিয়ে বিবিসি বাংলার এক প্রতিবেদনে বিস্তারিত তুলে ধরা হয়েছে।

বৈঠন শেষে বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, মাদক এবং সন্ত্রাস দমনে দুই দেশ একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বৈঠকে দুই দেশের পুলিশ একাডেমির মধ্যে প্রশিক্ষণ ও সহযোগিতা, কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য অন অ্যারাইভাল ভিসা প্রদান, রোহিঙ্গা সংকট, সাইবার অপরাধ প্রতিরোধ এবং দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধিসহ নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, অন অ্যারাইভাল ভিসা সংক্রান্ত একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের বিষয়ে আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

এছাড়া, পাকিস্তানে বাংলাদেশের দূতাবাস ভবনের নির্মাণকাজ চলমান রয়েছে এবং বর্তমানে সেখানে এমআরপি পাসপোর্ট সেবা চালু আছে। ভবন নির্মাণ শেষ হলে সেখানে ই-পাসপোর্ট সেবাও চালু করা হবে বলে জানান সংশ্লিষ্টরা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments