জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বর্তমান স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগের দাবি জানিয়েছেন। বুধবার চাঁদপুরে একটি পথসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, “ড. ইউনুসের স্বজনপ্রীতির সবচেয়ে বড় উদাহরণ এই স্বাস্থ্য উপদেষ্টা। তিনি যেভাবে সরকারি সুবিধা ভোগ করছেন, তা সম্পূর্ণ অনৈতিক। তাঁর নেওয়া বেতন হারাম এবং তিনি যে গাড়ি ব্যবহার করেন তা জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল।” তিনি আরও বলেন, “স্বাস্থ্য উপদেষ্টা চিকিৎসা ও স্বাস্থ্যব্যবস্থা সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ। তাঁর আর এই পদে থাকার কোনো প্রয়োজন নেই।”
তিনি দেশের সাম্প্রতিক বিভিন্ন সংকট তুলে ধরে বলেন, “এমন রাষ্ট্র আমরা চাই না যেখানে স্কুলে পাঠানো সন্তানের মাথার উপর ভবন ভেঙে পড়ে বা আকাশ থেকে বিমান পড়ে।” তিনি এ ধরনের ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন এবং বলেন, “শেখ হাসিনার আমলে দুর্নীতির পরিমাণ আমরা জানি। বিমান বাহিনীর সাবেক প্রধান ৩ হাজার কোটি টাকা আত্মসাৎ করেছেন।”
বিমানবাহিনীর নিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। বলেন, “বর্তমানে ব্যবহৃত যুদ্ধবিমানগুলো আদৌ নিরাপদ কি না, তা পরীক্ষা করা উচিত।”
সভা শুরুতে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এনসিপির কেন্দ্রীয় নেতা সারজিস আলম, নাসির উদ্দিন পাটোয়ারী এবং অন্য নেতৃবৃন্দ।
চাঁদপুরবাসীর উদ্দেশে সারজিস আলম বলেন, “আপনারা যারা এই আন্দোলনে অংশ নিয়েছেন, তাদের জন্যই আমরা সাহস পাই। আজকের এই উন্মুক্ত মঞ্চে শহীদ ও আহত পরিবারের সদস্যরা, বিএনপি-জামায়াত, গণঅধিকার পরিষদসহ বিভিন্ন দলের যাঁরা উপস্থিত, তাঁদের সহায়তাই আমাদের প্রেরণা।”
তিনি বলেন, “মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে যারা নিহত হয়েছেন, আমরা তাঁদের রুহের মাগফিরাত কামনা করি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করি। আমরা আর নামমাত্র তদন্ত কমিটি চাই না। চাই প্রতিটি ঘটনার পেছনে প্রকৃত দায়ী ব্যক্তিকে খুঁজে বের করে বিচারের আওতায় আনা হোক।”