কক্সবাজারের মহেশখালীর অদূরে গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে টানা চার দিন ধরে ভেসে ছিল ‘এফবি হাবিবা’ নামের একটি মাছ ধরার ট্রলার। অবশেষে বাংলাদেশ নৌবাহিনীর তৎপরতায় উদ্ধার পেলেন ট্রলারটিতে থাকা ১৮ জন জেলে।
মঙ্গলবার নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘শহীদ ফরিদ’ নিয়মিত টহলের সময় মহেশখালী থেকে প্রায় ২৫ মাইল পশ্চিমে ট্রলারটিকে সাগরে ভাসমান অবস্থায় দেখতে পায়। জানা যায়, ট্রলারটি ভোলার মনপুরা থেকে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়েছিল।
নৌবাহিনীর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাহাজটি দেখতে পেয়ে বিপদ সংকেত দেখাতে থাকেন ট্রলারের জেলেরা। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় দ্রুত জাহাজটি ঘটনাস্থলে পৌঁছায়। এরপর নৌসদস্যরা জানতে পারেন, ট্রলারটির ইঞ্জিন নষ্ট হয়ে যাওয়ার কারণে তারা গত ৪ দিন ধরে সাগরে আটকে ছিলেন। খাবার এবং বিশুদ্ধ পানি না থাকায় তাদের অবস্থা ছিল অত্যন্ত করুণ।
পরিস্থিতি বুঝে নৌবাহিনীর সদস্যরা তাদেরকে জরুরি খাবার, বিশুদ্ধ পানি এবং প্রাথমিক চিকিৎসা সরবরাহ করেন। এরপর ট্রলার ও জেলেদের নিরাপদে কুতুবদিয়া উপকূলে পৌঁছে দেওয়া হয়।
নৌবাহিনীর সূত্র জানিয়েছে, ট্রলারে থাকা সব জেলে এখন সুস্থ আছেন। উদ্ধার পাওয়া জেলেরা জানান, তারা জীবনের আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন। তাদের জীবন রক্ষা করায় এবং পরিবারে ফিরিয়ে দেওয়ার জন্য বাংলাদেশ নৌবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।