যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ৩৫ শতাংশ সম্পূরক শুল্ক কার্যকর হওয়ার প্রেক্ষাপটে শুল্ক আলোচনার শেষ পর্যায়ে এসেছে বাংলাদেশ। সরকারের পক্ষ থেকে যুক্তরাষ্ট্র সফরের কথা বলা হলেও এখন আলোচনায় অনলাইনে যুক্ত হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “আমি আলোচনা নিয়ে আশাবাদী। যুক্তরাষ্ট্র আগামীকাল একটি অনলাইন মিটিং রেখেছে। সেখানে হয়তো সফরের প্রসঙ্গ উঠতে পারে।”
এর আগে বাংলাদেশ সরকারের উচ্চপর্যায়ের দুটি প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রে গিয়ে শুল্ক ইস্যুতে আলোচনা করে এসেছে। এ নিয়ে সামাজিক মাধ্যমে বাংলাদেশের স্বার্থ ক্ষুণ্ন হচ্ছে এমন প্রচারণার বিষয়ে প্রশ্ন করা হলে উপদেষ্টা সাফ জানিয়ে দেন, “এই আলোচনায় বাংলাদেশের স্বার্থবিরোধী কোনো কিছু হচ্ছে না। আমি নিজেও একজন বাংলাদেশি। দেশের ক্ষতি করে কোনো সিদ্ধান্ত নেওয়ার প্রশ্নই ওঠে না।”
তিনি আরও বলেন, “শুল্কের মতো আন্তঃরাষ্ট্রীয় বিষয়ে শুধু লবিস্ট নিয়োগ করে ফল পাওয়া সম্ভব নয়। কারণ এখানে অনেক আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া জড়িত যা কেবল বাংলাদেশ সরকারই বুঝতে পারে।”
উল্লেখ্য, মার্কিন প্রশাসনের ‘ন্যাশনাল ইমার্জেন্সি’ ঘোষণার আওতায় বাংলাদেশ থেকে আমদানি করা কিছু পণ্যের ওপর ৩৫ শতাংশ সম্পূরক শুল্ক কার্যকরের সম্ভাবনা রয়েছে ১ আগস্ট থেকে। এ প্রেক্ষাপটে বাংলাদেশ সরকার সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সমন্বয়ে গত ১৫ দিন ধরে কাজ করে যাচ্ছে।
উপদেষ্টা বলেন, “আজকের মধ্যে হয়তো অনলাইন মিটিংয়ের সময় পাওয়া যাবে। সেই মিটিংয়ের পরই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে