Friday, July 25, 2025
spot_imgspot_img
Homeসর্বশেষআইফোনের টাকার জন্য অপহরণ-ধর্ষণের ভুয়া গল্প সাজালো কলেজছাত্রী: জানাল রূপগঞ্জ থানা পুলিশ

আইফোনের টাকার জন্য অপহরণ-ধর্ষণের ভুয়া গল্প সাজালো কলেজছাত্রী: জানাল রূপগঞ্জ থানা পুলিশ


নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক কলেজছাত্রী আইফোন কেনার টাকার জন্য নিজেই নিজের অপহরণ এবং গণধর্ষণের নাটক সাজিয়েছে বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে রূপগঞ্জ থানায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ওসি তরিকুল ইসলাম।

তিনি বলেন, সরকারি মুড়াপাড়া কলেজের একাদশ শ্রেণির ওই ছাত্রীকে অপহরণ ও গণধর্ষণের অভিযোগ বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এরপর তার পরিবার রূপগঞ্জ থানায় অপহরণ অভিযোগ দায়ের করে। অভিযোগের পরপরই পুলিশ তদন্ত শুরু করে এবং ভিকটিমকে উদ্ধার করে। প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে নারায়ণগঞ্জ শহরের হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা ও পরীক্ষার জন্য পাঠানো হয়।

তদন্তে জানা যায়, ছাত্রীটি দীর্ঘদিন ধরে একটি আইফোন কেনার জন্য বাবা-মায়ের কাছে টাকা চাচ্ছিলেন। কিন্তু টাকা না পেয়ে দুই সহপাঠীর সহায়তায় অপহরণ ও ধর্ষণের ভুয়া নাটক সাজানোর পরিকল্পনা করেন। পরিকল্পনা অনুযায়ী, মঙ্গলবার সকালে তিনি নিজেই তার মাকে ফোন দিয়ে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করেন এবং টাকা না দিলে গণধর্ষণের হুমকি দেন।

পরদিন অর্থ না পেয়ে বন্ধুদের কাছ থেকে সংগ্রহ করা তুষকা সিরাপ অল্প পরিমাণে পান করে নিজেকে কলেজের পেছনে ফেলে রাখেন। পরে আবার পরিবারের সঙ্গে যোগাযোগ করে জানান, টাকা না দেওয়ায় তাকে কলেজের পেছনে রেখে গেছে অপহরণকারীরা।

ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে পুলিশ ইতোমধ্যে তার দুই সহপাঠীকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেছে। ওসি তরিকুল ইসলাম জানান, তদন্ত শেষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments