সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের গ্রেপ্তারকে স্বাগত জানিয়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (২৪ জুলাই) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “খায়রুল হক দায়িত্বে থাকাকালীন দেশের জন্য অপূরণীয় ক্ষতি করেছেন। তিনি জাতির অন্যতম শত্রু হিসেবে কাজ করেছেন। তাই আজকে তাঁর গ্রেপ্তার হওয়ায় আমি আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।”
তিনি আরও বলেন, সাবেক এই প্রধান বিচারপতি রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন, অথচ তিনি সেখান থেকে প্রতারণার আশ্রয় নেন।
ফখরুলের ভাষায়, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে খায়রুল হকের দেওয়া রায় দেশের জন্য মারাত্মক ক্ষতির কারণ হয়েছে। সংক্ষিপ্ত রায়ের সঙ্গে পূর্ণাঙ্গ রায়ে বিস্তর ফারাক ছিল, যা জনগণ ও রাষ্ট্র—উভয়ের সঙ্গে প্রতারণা।
তিনি বলেন, “আমরা মনে করি, তাঁর দেওয়া সংক্ষিপ্ত রায়টি রাষ্ট্রের স্বার্থের সম্পূর্ণ বিপরীত ছিল।”
সরকার খায়রুল হকের বিরুদ্ধে দেরিতে হলেও ব্যবস্থা নিয়েছে বলে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তাঁকে কী ধরনের শাস্তি হওয়া উচিত—এমন প্রশ্নের উত্তরে ফখরুল বলেন, “আমি বিচারক নই, তবে চাই যথাযথ তদন্ত হোক এবং আইন অনুযায়ী বিচার হোক। এমন দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার, যাতে ভবিষ্যতে কেউ উচ্চপদে থেকে রাষ্ট্রের ক্ষতি করার সাহস না পায়।”
তিনি আরও বলেন, বিচারব্যবস্থা জনগণের আস্থার জায়গা, কিন্তু খায়রুল হক তাঁর রাজনৈতিক দৃষ্টিভঙ্গি দিয়ে সেই আস্থাকে চরমভাবে আঘাত করেছেন, যা দেশের জন্য ভয়াবহ ক্ষতির কারণ হয়েছে।