ঢাকা যখন আগুনে পুড়ছে, তখন আওয়ামী লীগ আলু পোড়া খেতে আসছে—এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেন, “বিএনপি করেন সমস্যা নেই, জামায়াত করেন তাতেও আপত্তি নেই, কিন্তু আওয়ামী লীগের সঙ্গে সখ্যতা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।”
বুধবার (২৩ জুলাই) কুমিল্লার টাউন হল মাঠে এনসিপির পদযাত্রা-পরবর্তী সমাবেশে এসব কথা বলেন তিনি।
কুমিল্লায় বিএনপি ও জামায়াতের ওপর নিপীড়নের অভিযোগ তুলে তিনি সবাইকে জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনা নিয়ে কথা বলতে গিয়ে হাসনাত বলেন, “পুরোনো, অচল যুদ্ধবিমান দিয়ে কেন প্রশিক্ষণ দেওয়া হয়, তার নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। শিক্ষকদের ওপর আবার কেন নির্যাতন হলো, সেই প্রশ্নেরও জবাব চাই। নিহতের সংখ্যা নিয়ে বিভ্রান্তি দূর করতে হবে এবং আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে।”
সমাবেশের শুরুতে মাইলস্টোন ট্রাজেডিতে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সিনিয়র মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ, যুবশক্তির কেন্দ্রীয় আহ্বায়ক তারিকুল ইসলাম, কুমিল্লা অঞ্চলের তত্ত্বাবধায়ক নাভিদ নওরোজ শাহ, কেন্দ্রীয় সদস্য হাফসা জাহান, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তার শারমিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশ শুরুর আগে কুমিল্লার পদুয়ার বাজারে একটি রেস্টুরেন্টে জুলাই অভ্যুত্থানে নিহত ৩০ শহিদের পরিবারের সঙ্গে মতবিনিময় করেন হাসনাত ও সারজিস। পরে কুমিল্লা নগরীর টমছম ব্রিজ থেকে টাউন হল পর্যন্ত শোকাবহ পদযাত্রায় অংশ নেন এনসিপির নেতাকর্মীরা।