বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, “বিমান দুর্ঘটনা দুর্ভাগ্যজনক, তবে এটিকে পুঁজি করে রাজনীতি করা অনুচিত। বিএনপি কখনো সেই পথে হাঁটেনি, ভবিষ্যতেও হাঁটবে না।”
বুধবার (২৩ জুলাই) বিকেলে নরসিংদী শহরের বাগদি এলাকায় জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি শাহেন শাহ শানুর মায়ের কবর জিয়ারত ও দোয়া মাহফিল শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন।
তিনি আরও বলেন, “বিমান আকাশে উড়লে যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনা ঘটতেই পারে। এটি এড়ানো সবসময় সম্ভব নয়। তাই জনগণ জানতে চায়—এর প্রকৃত কারণ। আমরা চাই একটি স্বচ্ছ, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দেশবাসীকে সঠিক তথ্য জানানো হোক।”
বর্তমান অন্তর্বর্তী সরকারের ভূমিকা প্রসঙ্গে ড. মঈন খান বলেন, “এই সরকারের অন্যতম দায়িত্ব হলো—দেশকে ফ্যাসিবাদ থেকে মুক্ত করে একটি পূর্ণাঙ্গ গণতান্ত্রিক ব্যবস্থায় রূপান্তর করা। জনগণের হাতে গণতন্ত্র ফিরিয়ে দেওয়া এখন সময়ের দাবি।”
তবে একটি ‘দুষ্টুচক্র’ এ প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে নানা অপকৌশল অবলম্বন করছে বলেও তিনি সতর্ক করেন। “গণতন্ত্রে বিশ্বাসী প্রতিটি নাগরিককে এ চক্র সম্পর্কে সজাগ থাকতে হবে,” বলেন তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নরসিংদী শহর বিএনপির সাবেক সভাপতি বাবুল সরকার, জেলা পরিবহন মালিক সমিতির সভাপতি সারোয়ার হোসেন মৃধা, পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুল ছাত্তার, জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি শাহেন শাহ শানু, ছাত্রদল নেতা নাজমুল হোসেন সোহেলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।