বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের দাবি জানিয়ে বলেছেন, “আমরা আর অতীতের মতো প্রহসনের নির্বাচন চাই না, এমন নির্বাচন মেনেও নেব না।” তিনি সকলের জন্য সমান সুযোগ নিশ্চিত করে গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানান।
মঙ্গলবার (২৩ জুলাই) সিলেটের বিয়ানীবাজারে আয়োজিত জনশক্তি ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াত আমির মাওলানা ফয়জুল ইসলাম।
শফিকুর রহমান বলেন, “গত ১৫ বছরে দেশ থেকে পাচার হয়েছে ২৬ লাখ কোটি টাকার বেশি, যা দেশের বার্ষিক বাজেটের পাঁচ গুণ। এই টাকা দেশে থাকলে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যেত।” তিনি দুর্নীতিকে শুধুমাত্র ঘুষ বা চাঁদা হিসেবে না দেখে বুদ্ধিবৃত্তিক দুর্নীতিকেও ভয়াবহ বলেও উল্লেখ করেন।
তিনি বলেন, “আমাদের নেতাকর্মীদের কোনো বেগমপাড়া নেই, বরং শহীদদের পরিবারকে আমরা নিয়মিত সহায়তা দিয়ে যাচ্ছি।” নারায়ণগঞ্জের শহীদ সুমাইয়ার মেয়ের অভিভাবকত্ব নেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।
আসন্ন নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “আমরা চাই শক্তিশালী গণতন্ত্র, যেখানে থাকবে না কালো টাকার দাপট, মাস্তানতন্ত্র কিংবা সরকারি প্রভাব।” তিনি প্রবাসীদের ভোটাধিকার ও স্থানীয় সরকার নির্বাচনেও গণতান্ত্রিক চর্চার ওপর গুরুত্ব দেন।
সমাবেশে কেন্দ্রীয় ও স্থানীয় জামায়াত নেতারা ছাড়াও বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।