Friday, July 25, 2025
spot_imgspot_img
Homeবিশেষ সংবাদমাইলস্টোন দুর্ঘটনায় ডিএনএ পরীক্ষায় শনাক্ত ৫ শিক্ষার্থী, আরও একজনের মৃত্যু

মাইলস্টোন দুর্ঘটনায় ডিএনএ পরীক্ষায় শনাক্ত ৫ শিক্ষার্থী, আরও একজনের মৃত্যু


রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহত পাঁচ কন্যাশিশুর পরিচয় ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুলাই) সিআইডির ফরেনসিক ডিএনএ ল্যাব এই তথ্য প্রকাশ করে।

সিআইডির বিশেষ পুলিশ সুপার জসিম উদ্দীন খান জানান, গত দুই দিনে ঘটনাস্থলে পাওয়া বিকৃত মরদেহ বা দেহাবশেষ থেকে মোট ১১টি ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়। সেগুলোর বিশ্লেষণে পাঁচ জন কন্যাশিশুর পরিচয় নিশ্চিত হওয়া গেছে। নমুনাগুলো ঢাকা সিএমএইচ-এ সংরক্ষিত মৃতদেহ ও অংশবিশেষ থেকে সংগ্রহ করা হয়।

পরিচয় পাওয়া পাঁচ শিশুরা হলো:

১. ওকিয়া ফেরদৌস নিধি — দাবীদার অভিভাবক: মো. ফারুক হোসেন ও সালমা আক্তার (PM নম্বর: ৬২৫)
২. লামিয়া আক্তার সোনিয়া — দাবীদার অভিভাবক: মো. বাবুল ও মাজেদা (PM নম্বর: ৬২৬, ৬৩১, ৬৩২, ৬৩৩)
৩. আফসানা আক্তার প্রিয়া — দাবীদার অভিভাবক: মো. আব্বাস উদ্দিন ও মোসা. মিনু আক্তার (PM নম্বর: ৬২৭, ৬২৮)
৪. রাইসা মনি — দাবীদার অভিভাবক: মো. শাহাবুল শেখ ও মিসেস মিম (PM নম্বর: ৬২৯)
৫. মারিয়াম উম্মে আফিয়া — দাবীদার অভিভাবক: আব্দুল কাদির ও উম্মে তামিমা আক্তার (PM নম্বর: ৬৩০)

এছাড়া, দুর্ঘটনায় মারাত্মকভাবে দগ্ধ আরও এক শিক্ষার্থী মো. মাহতাব রহমান (১৩) বৃহস্পতিবার দুপুর ১টা ৫০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, মাহতাবের শরীরের প্রায় ৮৫ শতাংশ পুড়ে গিয়েছিল এবং শ্বাসনালিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তিনি আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এই হৃদয়বিদারক দুর্ঘটনায় মৃতদের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসকরা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments