Friday, July 25, 2025
spot_imgspot_img
Homeরাজনীতি“শীর্ষ অপরাধীদের বিচার শুরু হোক, নাহলে যুবসমাজ ছাড় দেবে না”—ডা. শফিকুর রহমান

“শীর্ষ অপরাধীদের বিচার শুরু হোক, নাহলে যুবসমাজ ছাড় দেবে না”—ডা. শফিকুর রহমান


জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “আমরা কাউকে প্রভু মনে করি না—আমাদের একমাত্র প্রভু আল্লাহ। এ দেশের মানুষ কারো ‘বড় ভাইগিরি’ও মেনে নেবে না। আমরা চাই সকলের সঙ্গে সমমর্যাদার সম্পর্ক। তবে কেউ যদি আমাদের অধিকার কেড়ে নিতে চায়, তাহলে ১৮ কোটি মানুষ তার জবাব দেবে।”

বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে সিলেট মহানগর জামায়াত আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক নিয়ে তিনি বলেন, “প্রতিবেশীদের সম্মান দেবো, কিন্তু তাদের কাছ থেকেও একই সম্মান প্রত্যাশা করি। অভ্যন্তরীণ বিষয়ে কারো হস্তক্ষেপ আমরা বরদাশত করবো না।”

নির্বাচন ব্যবস্থা নিয়ে জামায়াত আমির বলেন, “যদি মৌলিক সংস্কার না হয় এবং পুরনো ধাঁচেই নির্বাচন হয়, তাহলে তা জাতির জন্য দুঃখজনক হবে। আমরা চাই সত্যিকারের সংস্কার এবং অপরাধীদের বিচারের উদ্যোগ। যদিও সব অপরাধীর বিচার সম্ভব না, তবে অন্তত দুই-চারজন শীর্ষ অপরাধীর বিচার দৃশ্যমান হওয়া দরকার। ভবিষ্যৎ সরকারকে এই বিচার প্রক্রিয়া চালিয়ে যেতে হবে।”

তিনি আরও বলেন, “যদি কেউ এ বিষয়ে গড়িমসি করে, তবে যুব সমাজ কাউকে ছাড় দেবে না। দেশের যুবকরাই জাতিকে সঠিক পথে নিয়ে যেতে পারে। তারা মুক্তির প্রতীক। আমরা এই তরুণদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা রেখে যাচ্ছি, কারণ তারা জাতির আশা ও ফিনিশার।”

ডা. শফিক বলেন, “একটা যুদ্ধ হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, এখন দরকার দুর্নীতির বিরুদ্ধে আরেকটি যুদ্ধ। সেই যুদ্ধেও জয় হবে জনগণের।”

সভায় সভাপতিত্ব করেন সিলেট মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
এছাড়াও বক্তব্য দেন—সিলেট জেলা আমির মাওলানা হাবিবুর রহমান, হবিগঞ্জ জেলা আমির মখলিছুর রহমান, জয়নাল আবেদীন, মাওলানা আব্দুস সালাম আল মাদানী, মাওলানা লুৎফর রহমান হুমায়দী, জামিল আহমদ রাজু, শামীম আহমদ এবং আব্দুল্লাহ আল মাহমুদ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments