আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা-র অনুসন্ধানী ইউনিট সম্প্রতি প্রকাশ করেছে একটি বিস্ফোরক প্রতিবেদন ও প্রামাণ্যচিত্র—‘হাসিনা: জুলাইয়ের ৩৬ দিন’, যেখানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ফোনালাপ গোপনে রেকর্ড করা অংশ তুলে ধরা হয়।
প্রকাশিত ফোনালাপ অনুযায়ী, ২০২৪ সালের জুলাইয়ে শিক্ষার্থীদের আন্দোলন দমনে তিনি খোলা নির্দেশ দিয়ে প্রাণঘাতী বলপ্রয়োগের অনুমতি দেন। একটি ফোনালাপে শেখ হাসিনাকে দক্ষিণ ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপসকে বলতে শোনা যায়, “আমি খোলা আদেশ দিয়েছি—যেখানে পাবে, গুলি চালাবে।”
প্রতিবেদনে দাবি করা হয়, ওই তিন সপ্তাহের বিক্ষোভে প্রায় ১ হাজার ৫০০ জন নিহত এবং ২৫ হাজারের বেশি আহত হয়েছেন। নিরাপত্তা বাহিনী নাকি ৩০ লাখের বেশি রাউন্ড গুলি ছুড়েছে, এমনকি হেলিকপ্টার থেকেও গুলি চালানো হয়। একাধিক চিকিৎসক সূত্র এও নিশ্চিত করে যে, এই হেলিকপ্টার হামলায় অনেক শিক্ষার্থী হতাহত হয়েছেন।
এছাড়া ছাত্র আবু সাইয়েদ হত্যার ঘটনা ধামাচাপা দিতে সরকারি পর্যায় থেকে ভীতি, ঘুষ এবং ময়নাতদন্ত প্রতিবেদন বারবার বদলানোর চেষ্টা চালানো হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। শেখ হাসিনার ঘনিষ্ঠ সহযোগী সালমান এফ রহমান এ বিষয়ে জড়িত ছিলেন বলে দাবি করা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, সরকার ইচ্ছাকৃতভাবে ইন্টারনেট সংযোগ বন্ধ করে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের কাছে তথ্য পৌঁছাতে বাধা দেয়।
অন্যদিকে, আওয়ামী লীগ এই ফোনালাপের সত্যতা অস্বীকার করে জানিয়েছে, শেখ হাসিনা কখনো প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের নির্দেশ দেননি। সাইয়েদ পরিবারের অভিজ্ঞতার জন্য দুঃখপ্রকাশ করে, ইন্টারনেট বন্ধের বিষয়টি আন্দোলনকারীদের সহিংসতার কারণেই ছিল বলে দাবি করা হয়