রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে টানা বর্ষণে পাহাড়ধসের ঘটনায় সড়ক যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। এতে সাজেকে আটকা পড়েছেন অন্তত ৪২৫ জন পর্যটক।
বুধবার (২৩ জুলাই) দিবাগত রাতে ভারী বর্ষণের পর সাজেক–বাঘাইহাট সড়কের তিনটি স্থানে—নন্দারাম, চাইল্ল্যাতলী ও চম্পকনগরে পাহাড় ধসে পড়ে। এসব স্থানে বড় বড় পাথর, গাছপালা ও প্রচুর মাটি রাস্তার ওপর পড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।
সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমা জানান, পাহাড়ধসের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। মাটি ও পাথর সরানোর কাজ শুরু হয়েছে, তবে ভারী যন্ত্রপাতি ছাড়া বড় পাথর সরানো সম্ভব নয়।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আক্তার বলেন, “৪২৫ জন পর্যটক সাজেকে আটকা পড়েছেন। দ্রুত সড়ক সচল করতে সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে কাজ চলছে।”
দীঘিনালা ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর ৬ বেঙ্গল বাঘাইহাট জোন থেকে ভেকু ও অন্যান্য ভারী যন্ত্রপাতি এনে মাটি সরানোর কাজ চলছে। স্থানীয় বাসিন্দারাও উদ্ধার কার্যক্রমে সহায়তা করছেন।
নন্দরাম এলাকায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। দ্রুত সড়ক সচল করতে রাতদিন কাজ চলছে।
প্রশাসনের পক্ষ থেকে আশা প্রকাশ করা হচ্ছে, শিগগিরই সড়ক পুনরায় চালু হবে এবং পর্যটকরা নিরাপদে ফিরতে পারবেন।
এদিকে সাজেকে আটকে পড়া পর্যটকেরা নিরাপদে রয়েছেন এবং তাদের জন্য স্থানীয় প্রশাসন পর্যাপ্ত সহযোগিতা দিচ্ছে।