Friday, July 25, 2025
spot_imgspot_img
Homeজাতীয়সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক গ্রেপ্তার

সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক গ্রেপ্তার


সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে রাজধানীর ধানমন্ডির নিজ বাসা থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে তাকে আটক করা হয় বলে ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে তার বিরুদ্ধে বিচারক হিসেবে দায়িত্ব পালনের সময় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে ‘বেআইনি ও পক্ষপাতদুষ্ট’ রায় দেওয়ার অভিযোগে শাহবাগ থানায় একটি মামলা হয়। মামলায় দণ্ডবিধির ২১৯ (দায়িত্বে থাকা অবস্থায় বেআইনি রায় প্রদান) ও ৪৬৬ (জাল রায় তৈরি) ধারায় অভিযোগ আনা হয়।

প্রসঙ্গত, এবিএম খায়রুল হক ২০১০ সালের ১ অক্টোবর থেকে ২০১১ সালের ১৭ মে পর্যন্ত বাংলাদেশের প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেন। পরে ২০১৩ সালের ২৩ জুলাই তাকে তিন বছরের জন্য আইন কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। পরবর্তীতে কয়েক দফায় তাকে পুনরায় একই পদে নিয়োগ দেওয়া হয়।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments