স্থানীয় সরকার নির্বাচনে আর দলীয় প্রতীক ব্যবহার করা হবে না বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৃহস্পতিবার (২৪ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।
পোস্টে তিনি উল্লেখ করেন, “স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক রাখা হচ্ছে না। আজ উপদেষ্টা পরিষদের বৈঠকে স্থানীয় সরকার বিভাগের উত্থাপিত ৪টি সংশ্লিষ্ট আইনের সংশোধনী অনুমোদন করা হয়েছে।”
এছাড়া, ওইদিন প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।
মাইলস্টোন ট্রাজেডির ঘটনায় দুই শিক্ষককে রাষ্ট্রীয় সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।
সেই সঙ্গে উত্তরায় বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে শোক প্রস্তাব গৃহীত হয়।
নিহতদের আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন এবং দোয়ার আয়োজনও করা হয়।