Sunday, July 27, 2025
spot_imgspot_img
Homeআন্তর্জাতিকইতালির সড়কে উড়োজাহাজ বিধ্বস্ত: আগুনে পুড়ে নিহত ২, আহত ২

ইতালির সড়কে উড়োজাহাজ বিধ্বস্ত: আগুনে পুড়ে নিহত ২, আহত ২


উত্তর ইতালির লোম্বার্দি প্রদেশের ব্রেসিয়া শহরের ব্যস্ত হাইওয়েতে ঘটে গেল এক ভয়াবহ দুর্ঘটনা। মঙ্গলবার সকালে ফ্রেসিয়া আরজি নামের একটি ছোট আকারের আল্ট্রালাইট বিমান দ্রুতগতিতে রাস্তার ওপর ভেঙে পড়ে এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা গেছে, বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গেই দাউদাউ করে জ্বলতে থাকে বিমানটি।

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, দুর্ঘটনাস্থলেই নিহত হন ৭৫ বছর বয়সী পাইলট সার্জিও রাভাগলিয়া এবং তাঁর সঙ্গী ৬০ বছর বয়সী অ্যান মারি ডি স্টেফানো। নিহত সার্জিও একজন আইনজীবী এবং শখের পাইলট ছিলেন। দুজনেই মিলান শহরের বাসিন্দা ছিলেন।

বিমানটি সম্ভবত জরুরি অবতরণের চেষ্টা করছিল বলে ধারণা করা হচ্ছে। তবে অবতরণের বদলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় মুখ থুবড়ে পড়ে। দুর্ঘটনার সময় ওই রাস্তায় থাকা দুটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয় এবং তাদের চালক আহত হন। তবে চিকিৎসা সূত্রে জানা গেছে, দুজনের অবস্থা স্থিতিশীল।

দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ ও দমকল বাহিনী। ততক্ষণে আগুনে পুড়ে বিমানটি সম্পূর্ণ ছাই হয়ে যায়। ব্রেসিয়া শহরের পাবলিক প্রসিকিউটর দপ্তর এই দুর্ঘটনার তদন্ত শুরু করেছে এবং বিমানটির রক্ষণাবেক্ষণের কাগজপত্র পরীক্ষা করে দেখছে।

উল্লেখ্য, জুন মাসেও ভারতে ভয়াবহ এক বিমান দুর্ঘটনা ঘটেছিল, যেখানে ২৬০ জন প্রাণ হারান। ওই ফ্লাইটটি যাচ্ছিল লন্ডনের গ্যাটউইকের উদ্দেশে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments