Sunday, July 27, 2025
spot_imgspot_img
Homeসর্বশেষস্ত্রীকে পুড়িয়ে হত্যা: ১২ বছর সংসারের পর পলাতক স্বামী গ্রেপ্তার

স্ত্রীকে পুড়িয়ে হত্যা: ১২ বছর সংসারের পর পলাতক স্বামী গ্রেপ্তার

চট্টগ্রামের সীতাকুণ্ডে গৃহবধূ ফাতেমা আক্তারকে কেরোসিন ঢেলে পুড়িয়ে হত্যার ঘটনায় তার পলাতক স্বামী মোছলেম উদ্দিন (৩২) কে অবশেষে গ্রেপ্তার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (২৪ জুলাই) ফরিদপুর জেলার কোতোয়ালি থানার জোয়াইড় মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।

ফাতেমা আক্তার (২৬) চট্টগ্রামের মিরসরাই উপজেলার দক্ষিণ সোনাপাহাড় গ্রামের বাসিন্দা। আর অভিযুক্ত মোছলেম উদ্দিন সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর ইউনিয়নের মধ্যম বগাচতর গ্রামের নুর মোস্তফার ছেলে। স্থানীয়দের বরাতে জানা গেছে, ১২ বছর আগে এই দম্পতির বিয়ে হলেও দাম্পত্য জীবন ছিল কলহপূর্ণ। মতানৈক্য হলেই মোছলেম তার স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন।

নিহতের পরিবার জানায়, গত ১৪ জুন মোছলেম ও তার পরিবারের সদস্যরা ফাতেমার বাবার বাড়ি থেকে সিএনজিচালিত অটোরিকশা কেনার জন্য টাকা আনার চাপ দিতে থাকেন। টাকা না পেয়ে শুরু হয় চরম নির্যাতন। একপর্যায়ে প্রতিবেশীরা তাকে অগ্নিদগ্ধ অবস্থায় দেখতে পান। পরে হাসপাতালে ভর্তি করা হলে ৫৫ শতাংশ দগ্ধ ফাতেমা মৃত্যুবরণ করেন।

এ ঘটনায় নিহতের বাবা নুরুল আফছার বাদী হয়ে সীতাকুণ্ড থানায় মামলা (নং ২১) দায়ের করেন। ঘটনার প্রতিবাদে এলাকাবাসী মানববন্ধন ও সংবাদ সম্মেলন করলে বিষয়টি র‌্যাব-৭ এর নজরে আসে।

পরে র‌্যাব-৭ ও র‌্যাব-১০ যৌথভাবে অভিযান চালিয়ে ফরিদপুর থেকে মোছলেমকে গ্রেপ্তার করে। র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক এ আর এম মোজাফফর হোসেন জানান, আসামিকে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে। থানা সূত্রে জানা যায়, শনিবার তাকে আদালতে পাঠানো হবে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments