Saturday, July 26, 2025
spot_imgspot_img
Homeসর্বশেষকুষ্টিয়ায় আওয়ামী লীগ নেতার ছেলের বঁটির কোপে পুলিশ কর্মকর্তা আহত, বাবা-ছেলে আটক

কুষ্টিয়ায় আওয়ামী লীগ নেতার ছেলের বঁটির কোপে পুলিশ কর্মকর্তা আহত, বাবা-ছেলে আটক

কুষ্টিয়ায় আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন পুলিশের এক উপপরিদর্শক (এসআই)। অভিযানে বাধা দিতে গিয়ে ওই নেতার ছেলে প্রণয় ধারালো বঁটি দিয়ে পুলিশ সদস্যের পিঠে কোপ দেন বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। গুরুতর আহত এসআই ইস্রাফিল হোসেনকে তাৎক্ষণিকভাবে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

শনিবার (২৬ জুলাই) দুপুর ১২টার দিকে শহরের ছয় রাস্তার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। কুষ্টিয়া গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মুরাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, হারুন-উর-রশিদ নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করতে গেলে তার ছেলে পুলিশ সদস্যের উপর অতর্কিত হামলা চালায়।

আটককৃত ব্যক্তিরা হলেন শহর আওয়ামী লীগের সহসভাপতি হারুন-উর-রশিদ (৫০) এবং তার ছেলে প্রণয় (২৫)। পুলিশ জানায়, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে হারুনের বাড়ি ঘেরাও করে অভিযান চালানো হয়। এ সময় বাড়ির ভেতরে প্রবেশ করতেই তার ছেলে এসআই ইস্রাফিলের পিঠে বঁটি দিয়ে আঘাত করেন।

আহত এসআইকে হাসপাতালে নেওয়ার পর তার পিঠে ধারালো অস্ত্রের দুটি ক্ষতচিহ্ন পাওয়া যায় বলে জানিয়েছেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হোসেন ইমাম।

ডিবি পুলিশের ওসি আরও জানান, হামলাকারী পিতা-পুত্রকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে এবং পুলিশের ওপর এমন হামলার ঘটনায় স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক মহলে নিন্দার ঝড় উঠেছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments