Sunday, July 27, 2025
spot_imgspot_img
Homeজাতীয়জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আসিফ ইকবালকে যুব বাঙালির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আসিফ ইকবালকে যুব বাঙালির শ্রদ্ধাঞ্জলি

শহীদ আসিফ ইকবালের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ফুলেল অর্ঘ্য অর্পণ করেছে সংগঠন ‘যুব বাঙালি’। শনিবার (২৬ জুলাই) রাজধানীর পরিবাগে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে স্থাপিত অস্থায়ী প্রতিকৃতিতে ফুল দিয়ে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন যুব বাঙালির নেতৃবৃন্দ।

শ্রদ্ধা নিবেদন শেষে সংগঠনের নেতারা বলেন, আসিফ ইকবাল ছিলেন ঔপনিবেশিক রাষ্ট্রীয় কাঠামো ও শাসনব্যবস্থা পরিবর্তনের লড়াইয়ের এক সাহসী সংগঠক। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে সাড়া দিয়ে তিনি স্বাধীন বাংলাদেশের উপযোগী রাষ্ট্র কাঠামো প্রতিষ্ঠার সংগ্রামে অংশগ্রহণ করেন।

তাঁর আত্মদানের কথা স্মরণ করে নেতারা বলেন, শ্রমজীবী, কর্মজীবী ও সাধারণ জনগণের প্রতিনিধিত্বমূলক শাসনব্যবস্থা গঠনের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানকে তাৎপর্যপূর্ণ করে তুলতে হবে। তা না হলে শহীদদের আত্মত্যাগ শুধু অবমূল্যায়িতই হবে না, বরং তা হবে প্রতারণা।

তারা আরও বলেন, শহীদ আসিফ ইকবালের আত্মত্যাগ তরুণ সমাজের কাছে একটি প্রেরণা, যা স্বাধীন বাংলাদেশ গঠনের নতুন রূপরেখা তৈরিতে অনুপ্রেরণা জোগাবে। তাই তাঁরা তরুণ ও যুবসমাজকে ঐক্যবদ্ধ হয়ে জনগণের রাষ্ট্র নির্মাণে এগিয়ে আসার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন—যুব বাঙালির উপদেষ্টা অপু ও তানসেন, সংগঠনের সভাপতি রায়হান তানবীর, যুগ্ম সাধারণ সম্পাদক আলী পারভেজ ও তোফাজ্জল হোসেন, বাংলাদেশ ছাত্রলীগ (বৈজ্ঞানিক সমাজতন্ত্র) সভাপতি তৌফিক উজ জামান পীরাচা, নাহিদুল ইসলাম, অদলীয় সামাজিক ও রাজনৈতিক মঞ্চের ইমতিয়াজ আহমেদ ও ফয়সাল আহমেদ প্রমুখ।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments