Sunday, July 27, 2025
spot_imgspot_img
Homeসর্বশেষনিম্নচাপের প্রভাবে উপকূলজুড়ে ঝড়ো হাওয়ার শঙ্কা, জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে ১৫ জেলা

নিম্নচাপের প্রভাবে উপকূলজুড়ে ঝড়ো হাওয়ার শঙ্কা, জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে ১৫ জেলা

উপকূলীয় এলাকায় অবস্থানরত নিম্নচাপের প্রভাবে দেশের সমুদ্রবন্দর ও উপকূলজুড়ে ঝড়ো হাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। একইসঙ্গে দেশের ১৫টি উপকূলীয় জেলা ও আশপাশের চর-দ্বীপে ১ থেকে ৩ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবনের সম্ভাবনা রয়েছে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (২৬ জুলাই) আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলামের স্বাক্ষরিত তিন নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, অমাবস্যা ও নিম্নচাপের যৌথ প্রভাবে উল্লেখযোগ্য উচ্চতার বায়ু-তাড়িত জলোচ্ছ্বাস দেখা দিতে পারে। প্লাবনের ঝুঁকিতে থাকা জেলার মধ্যে রয়েছে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, ঝালকাঠি, পিরোজপুর, বরিশাল, বরগুনা, পটুয়াখালী, ভোলা, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম ও কক্সবাজার।

আবহাওয়া অফিস জানায়, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও ঝাড়খন্ড অঞ্চলে অবস্থান করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে, যা দমকা অথবা ঝড়ো হাওয়ার সৃষ্টি করতে পারে।

বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments