নির্বাচনে স্থানীয় পর্যবেক্ষক সংস্থা চেয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। আগ্রহী সংস্থাগুলোকে আগামী ১০ আগস্টের মধ্যে ইসির সিনিয়র সচিবের কাছে আবেদনপত্র জমা দিতে বলা হয়েছে। শুক্রবার (২৬ জুলাই) নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ শাখা থেকে এ তথ্য জানানো হয়।
ইসির পক্ষ থেকে জানানো হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নিবন্ধিত ৯৬টি স্থানীয় পর্যবেক্ষক সংস্থার অনুমোদন ‘নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা ২০২৫’-এর ধারা ১৬ অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়েছে। নতুন নীতিমালা অনুযায়ী, যোগ্য ও আগ্রহী বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে নির্ধারিত আবেদন ফরম (EO-1) পূরণ করে ১০ আগস্ট (রোববার) বিকাল ৫টার মধ্যে ইসির সিনিয়র সচিব বরাবর আবেদন করতে হবে।
নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা ২০২৫, নিবন্ধন সংক্রান্ত বিজ্ঞপ্তি এবং আবেদন ফরম নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ শাখা (কক্ষ নং-১০৫) ও ইসির ওয়েবসাইট www.ecs.gov.bd-এ পাওয়া যাবে।
এর আগে, গত বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগের (২০২৩ সালের) নীতিমালা বাতিল করে নতুন নীতিমালা জারি করে ইসি। সে অনুযায়ী পূর্বের ৯৬টি সংস্থার নিবন্ধন বাতিল করা হয়।
প্রসঙ্গত, ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনের সময় থেকে পর্যবেক্ষক নিবন্ধন প্রথা চালু করে ইসি। ওই বছর ১৩৮টি সংস্থা নিবন্ধিত হয়, যাদের ১ লাখ ৫৯ হাজার ১১৩ জন পর্যবেক্ষক ভোট পর্যবেক্ষণ করেন।
২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে ৩৫টি সংস্থার ৮ হাজার ৮৭৪ জন এবং ২০১৮ সালের একাদশ নির্বাচনে ৮১টি সংস্থার ২৫ হাজার ৯০০ জন পর্যবেক্ষক মাঠে ছিলেন। সর্বশেষ ২০২৪ সালের দ্বাদশ নির্বাচনে ৮০টির মতো সংস্থার প্রায় ২০ হাজার ২৫৬ জন ভোট পর্যবেক্ষণ করেছেন।
নতুন নীতিমালার আওতায় ২০২৫ সালের জন্য পর্যবেক্ষক সংস্থাগুলোর নিবন্ধন কার্যক্রম আবারও শুরু করলো নির্বাচন কমিশন।