যুক্তরাষ্ট্রের ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে আমেরিকান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী বিমানে ভয়াবহ দুর্ঘটনার ঘটনা ঘটেছে। ল্যান্ডিং গিয়ারে যান্ত্রিক ত্রুটির কারণে বিমানের নিচে আগুন ধরে গেলে আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। শনিবার স্থানীয় সময় দুপুর ২টা ৪৫ মিনিটে এ ঘটনা ঘটে।
বিমানটি ডেনভার থেকে মিয়ামির উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল। বোয়িং ৭৩৭ ম্যাক্স ৮ মডেলের ওই ফ্লাইট নম্বর ছিল ৩০২৩। এতে ১৭৩ জন যাত্রী এবং ৬ জন ক্রু সদস্য ছিলেন। আগুন লাগার সঙ্গে সঙ্গে বিমানের জরুরি স্লাইড ব্যবহার করে যাত্রীদের দ্রুত নামিয়ে আনা হয়। আতঙ্কিত যাত্রীদের দৌড়ে নিরাপদ স্থানে সরে যেতে দেখা যায়। সৌভাগ্যবশত, সবাইকে নিরাপদে বের করে আনা সম্ভব হয়েছে।
ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। পাঁচ যাত্রীকে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হলেও কেবল একজনকে সামান্য আঘাত নিয়ে হাসপাতালে নেওয়া হয়।
আমেরিকান এয়ারলাইন্স জানিয়েছে, যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটিকে সেবার বাইরে রাখা হয়েছে এবং বিকল্প একটি ফ্লাইটে যাত্রীদের গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। কোম্পানিটি যাত্রীদের এই পরিস্থিতির জন্য দুঃখ প্রকাশ করেছে এবং ফ্লাইট ক্রুদের পেশাদারিত্বের প্রশংসা করেছে।
ঘটনার পর ডেনভার বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয় এবং প্রায় ৯০টি ফ্লাইট বিলম্বিত হয়। মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন ঘটনার তদন্ত শুরু করেছে।