Sunday, July 27, 2025
spot_imgspot_img
Homeসর্বশেষভুল ট্রেনে উঠে ভয়াবহতার শিকার – টাঙ্গাইলে গৃহকর্মী নারীকে দলবদ্ধ ধর্ষণ, তিনজন

ভুল ট্রেনে উঠে ভয়াবহতার শিকার – টাঙ্গাইলে গৃহকর্মী নারীকে দলবদ্ধ ধর্ষণ, তিনজন

ঢাকা থেকে ভুল ট্রেনে উঠে টাঙ্গাইলে নেমে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক গৃহকর্মী নারী। গত শুক্রবার (২৫ জুলাই) দিবাগত রাতে এ নির্মম ঘটনা ঘটে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা রেলস্টেশনে। পরদিন শনিবার সকালে তিন অভিযুক্তকে নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন—সেন্টু চন্দ্র দাশের ছেলে দুলাল চন্দ্র (২৮), হালিম খানের ছেলে সজীব খান (১৯) এবং কিসমত মিয়ার ছেলে রুপু মিয়া (২৭)। তিনজনই পেশায় সিএনজি অটোরিকশাচালক।

রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ হারুন উর রশীদ জানান, ভুক্তভোগী নারী ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার বাসিন্দা। চট্টগ্রামগামী একটি ট্রেন ধরতে তিনি ঢাকা বিমানবন্দর স্টেশনে আসেন। ভুল করে তিনি উত্তরবঙ্গগামী ‘দ্রুতযান এক্সপ্রেসে’ উঠে পড়েন এবং ঘুমিয়ে পড়েন। পরে ঘুম ভেঙে যাত্রীদের কাছে জেনে ভুল বুঝতে পেরে রাত সাড়ে ১২টায় ঘারিন্দা স্টেশনে নেমে যান। সেখানকার পুলিশকে বিষয়টি জানান তিনি।

ঠিক সে সময়ে অন্য এলাকায় একটি দুর্ঘটনার খবরে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যান। যাওয়ার আগে এক সদস্য অটোরিকশাচালক দুলালকে ওই নারীকে ট্রেনে তুলে দেওয়ার দায়িত্ব দেন। কিন্তু দুলাল তাঁকে স্টেশনের পেছনে কাঠবাগানে নিয়ে ধর্ষণ করে এবং পরে রুপু মিয়ার বাড়িতে নিয়ে যায়, যেখানে রুপু ও সজীব মিলে দলবদ্ধ ধর্ষণ করে।

পরদিন ভোরে রেলস্টেশনে ফিরে ওই নারী পুলিশকে ঘটনাটি জানান। এরপরই পুলিশ অভিযান চালিয়ে তিন অভিযুক্তকে গ্রেপ্তার করে।

টাঙ্গাইল থানার ওসি তানভীর আহমেদ জানান, নারীটি থানায় মামলা করেছেন এবং আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments