চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফল আগামী ১০ আগস্ট প্রকাশ হতে পারে। ফল পাওয়া যাবে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এবং এসএমএসের মাধ্যমে। ফল পরিবর্তন হলে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের মোবাইলে বার্তা পাঠানো হবে।
ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এবং আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার জানান, ফল প্রকাশের ৩০ দিনের মধ্যে পুনর্মূল্যায়নের ফল দিতে হয়। সে অনুযায়ী ৯ আগস্ট সময়সীমা শেষ হচ্ছে এবং ১০ আগস্ট ফল প্রকাশের পরিকল্পনা রয়েছে।
এবার পুনর্নিরীক্ষণের আবেদন হয়েছে রেকর্ডসংখ্যক। শুধুমাত্র ঢাকা বোর্ডেই আবেদন করেছে ৯২ হাজার ৮৬৩ জন শিক্ষার্থী, যাদের আবেদন অনুযায়ী খাতার সংখ্যা ২ লাখ ২৩ হাজার ৬৬৪টি। যা গত বছরের তুলনায় প্রায় ২১ হাজার বেশি। সবচেয়ে বেশি আবেদন জমা পড়েছে গণিতে—৪২ হাজার ৯৩৬টি। এরপর রয়েছে ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র (প্রতিটিতে ১৯ হাজার ৬৮৮টি), পদার্থবিজ্ঞান (১৬ হাজার ২৩৩টি) এবং বাংলা প্রথম ও দ্বিতীয় পত্র (১৩ হাজার ৫৫৮টি)। সবচেয়ে কম আবেদন পড়েছে চারু ও কারুকলায়, মাত্র ৬টি।
পুনর্মূল্যায়নে খাতা নতুন করে মূল্যায়ন করা হয় না। বরং নম্বর যোগে ভুল, প্রশ্ন বাদ পড়া বা ওএমআর শিটে ভুল বৃত্ত ভরাট হয়েছে কিনা তা যাচাই করে নম্বর সংশোধন করা হয়।
এদিকে, এবারের পরীক্ষায় ৬ লাখ ৬৬০ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। এর মধ্যে ছাত্র ৩ লাখ ২৪ হাজার ৭১৬ জন ও ছাত্রী ২ লাখ ৭৫ হাজার ৯৪৪ জন।