Sunday, July 27, 2025
spot_imgspot_img
Homeস্বাস্থ্যকিডনির সমস্যা বোঝার উপায়

কিডনির সমস্যা বোঝার উপায়

কিডনি আমাদের শরীরের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ, যা রক্ত পরিষ্কার, অতিরিক্ত পানি ও বর্জ্য অপসারণ এবং শরীরের রাসায়নিক ভারসাম্য রক্ষা করে। কিন্তু কিডনির সমস্যা শুরু হলেও প্রাথমিক পর্যায়ে এর লক্ষণ খুব সহজে ধরা পড়ে না। তাই সচেতন থাকা অত্যন্ত জরুরি।

কিডনির সমস্যা বোঝার অন্যতম সাধারণ লক্ষণ হলো—মূত্রের পরিমাণ ও রঙে পরিবর্তন। ঘন ঘন মূত্রত্যাগ, বিশেষ করে রাতে, অথবা প্রস্রাবের রঙ গাঢ় হয়ে যাওয়া কিডনি সমস্যার ইঙ্গিত হতে পারে। মূত্রে ফেনা বা রক্ত দেখা গেলেও তা উপেক্ষা করা উচিত নয়।

শরীরে ফোলা, বিশেষ করে চোখের নিচে ও পায়ে ফোলা কিডনির অকার্যকারিতার লক্ষণ হতে পারে। কারণ কিডনি ঠিকভাবে তরল ও লবণের ভারসাম্য বজায় রাখতে না পারলে শরীরে পানি জমে যায়।

অতিরিক্ত ক্লান্তি, দুর্বলতা ও মনোযোগে ঘাটতি কিডনির সমস্যার সূচনা নির্দেশ করতে পারে। কিডনি ঠিকমতো বিষাক্ত পদার্থ ছেঁকে না ফেললে তা রক্তে থেকে গিয়ে শরীরে ক্লান্তি তৈরি করে। অনেক সময় বমি বমি ভাব, ক্ষুধামান্দ্য, ঘুমে ব্যাঘাত এবং ত্বকে চুলকানি দেখা দিতে পারে।

এ ছাড়া রক্তচাপ বেড়ে যাওয়া, বুক ধড়ফড় করা বা শ্বাসকষ্ট কিডনি সমস্যার জটিল পরিণতি নির্দেশ করে।

কিডনির যেকোনো সমস্যার সন্দেহ হলে দ্রুত ইউরিন টেস্ট, ক্রিয়েটিনিন টেস্টসহ প্রয়োজনীয় পরীক্ষার মাধ্যমে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments