Sunday, July 27, 2025
spot_imgspot_img
Homeজাতীয়ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন করে হাসপাতালে ৪০৯ জন ভর্তি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন করে হাসপাতালে ৪০৯ জন ভর্তি


গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে আরও ৩ জনের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে এসব মৃত্যুর ঘটনা ঘটে। একই সময়ে নতুন করে ৪০৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

রোববার (২৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে। উল্লেখ্য, এর আগের দিন শনিবারও ডেঙ্গুতে প্রাণ হারিয়েছিলেন তিনজন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে ৭৪ জন, চট্টগ্রামে ৭২, ঢাকার বাইরের এলাকায় ৬৭, ঢাকা উত্তর সিটিতে ৩২, ঢাকা দক্ষিণ সিটিতে ৫৪, খুলনায় ২৮, ময়মনসিংহে ১১, রাজশাহীতে ৫১, রংপুরে ১৬ এবং সিলেটে ৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

অন্যদিকে, গত একদিনে সারাদেশে ৫৩০ জন রোগী চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। চলতি বছরে এ পর্যন্ত হাসপাতাল থেকে মোট ছাড়পত্র পেয়েছেন ১৮ হাজার ২২৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২5 সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে মোট ১৯ হাজার ৫২৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং মৃত্যু হয়েছে ৭৬ জনের।

প্রসঙ্গত, ২০২৪ সালের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন এক লাখ এক হাজার ২১৪ জন এবং মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের। এর আগের বছর ২০২৩ সালে ডেঙ্গুতে মৃত্যু হয়েছিল এক হাজার ৭০৫ জনের এবং হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments