বিশ্বজুড়ে চলমান উত্তেজনা এবং একের পর এক সঙ্কটকে কেন্দ্র করে তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান। সম্প্রতি রোমানিয়ার বাইল তুসনাদ শহরে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, আন্তর্জাতিক পরিসরে একাধিক সংকট একসঙ্গে গভীরতর হচ্ছে, যা শেষ পর্যন্ত বৈশ্বিক সংঘাতে রূপ নিতে পারে।
অরবানের মতে, যুদ্ধ-সংঘাতের সংখ্যা বাড়ছে, অস্ত্র প্রতিযোগিতা তীব্রতর হচ্ছে, অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও বাণিজ্য বাধা জটিলতর হয়ে উঠছে। সেই সঙ্গে সামরিক জোটগুলোর অভ্যন্তরীণ বিভাজন এবং দরিদ্র অঞ্চল থেকে ধনী অঞ্চলে অভিবাসনের হারও বেড়েই চলেছে। এসব উপাদান মিলে গোটা বিশ্বকে অস্থিতিশীলতার দিকে ঠেলে দিচ্ছে বলে মনে করছেন তিনি।
তিনি আরও বলেন, সাম্প্রতিক ন্যাটো সম্মেলনের পর বিশ্ববাসীর মনে এক ধরনের আশঙ্কা তৈরি হয়েছে যে, ন্যাটো ও রাশিয়ার মধ্যকার যেকোনো সামরিক সংঘর্ষ সরাসরি তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা ঘটাতে পারে।
ভবিষ্যৎ নেতার ভূমিকাও গুরুত্ব দিয়ে তুলে ধরেন অরবান। তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্প যদি আবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন, তবে বৈশ্বিক সংঘাতের ঝুঁকি কিছুটা হলেও কমে আসবে। যদিও সম্পূর্ণরূপে হুমকি দূর হবে না।
অন্যদিকে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানান, তিনি কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত এবং থাইল্যান্ডের অন্তর্বর্তী প্রধানমন্ত্রীদের সঙ্গে আলোচনা করেছেন। দুই দেশের মধ্যে চলমান সংঘাত নিরসনে তিনি অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানান।
তিনি ‘ট্রুথ সোশ্যাল’-এ লেখেন, “আমার আলোচনায় উভয় পক্ষই শান্তি ও বাণিজ্য চায়, তবে সংঘাত বন্ধ না হলে যুক্তরাষ্ট্র বাণিজ্য আলোচনা শুরু করবে না।”