বেড়া উপজেলায় মসজিদ নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষে হাফিজুর রহমান (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। সংঘর্ষের পরদিন প্রতিপক্ষের ঘরবাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে। উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
স্থানীয় সূত্র জানায়, শুক্রবার (২৫ জুলাই) সকালে বেড়া উপজেলার চাকলা ইউনিয়নের তারাপুর গ্রামে দুটি মসজিদ নির্মাণ নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। দেশীয় অস্ত্রে সজ্জিত প্রায় ২০০ থেকে ২৫০ জন সংঘর্ষে অংশ নেয়। সংঘর্ষে আহতদের মধ্যে বেশ কয়েকজনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর আহত হাফিজুরকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে শনিবার (২৬ জুলাই) দুপুরে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
হাফিজুরের মৃত্যুর খবরে শনিবার বিকেলে উত্তেজিত জনতা প্রতিপক্ষের অন্তত ২০টি ঘরে অগ্নিসংযোগ করে। এ সময় ঘরের মালামাল লুটপাটের অভিযোগও পাওয়া গেছে।
বেড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ জানান, মসজিদ বিরোধ থেকে সংঘর্ষ ও একজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। পরে প্রতিশোধমূলক হামলায় অগ্নিসংযোগ হয়। পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে।
পরিস্থিতি শান্ত রাখতে রোববার সকাল ১০টা থেকে সোমবার সকাল ১০টা পর্যন্ত তারাপুর গ্রামে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করে প্রশাসন। এই সময় একসঙ্গে পাঁচ বা ততোধিক লোকের জমায়েত, সভা-সমাবেশ, মিছিল, অস্ত্র বহন ও মাইক ব্যবহার নিষিদ্ধ থাকবে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।