জাতীয় ঐকমত্য কমিশনের সহ–সভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানিয়েছেন, সব রাজনৈতিক দলের কাছে আগামীকালের মধ্যেই ‘জুলাই সনদের’ খসড়া পাঠানো হবে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আজ রবিবার সকালে রাজনৈতিক দলগুলোর সঙ্গে কমিশনের বৈঠকে এ তথ্য জানান তিনি।
অধ্যাপক রীয়াজ বলেন, “কমিশন ইতোমধ্যে কমিটমেন্টের জায়গাগুলো চিহ্নিত করে একটি খসড়া তৈরি করেছে। আগামীকালের মধ্যে সেটি রাজনৈতিক দলগুলোর কাছে প্রেরণ করা হবে, যেন তারা নিজেদের মতামত দিতে পারেন।”
তিনি আরও স্পষ্ট করেন, “এই খসড়া নিয়ে কমিশনের ভেতরে কোনো আলোচনা হবে না। তবে যদি মৌলিক কোনো আপত্তি ওঠে, তাহলে সেটি ফ্লোরে আনা হতে পারে। রাজনৈতিক দলগুলোর মতামত সন্নিবেশিত করে তবেই জুলাই সনদের চূড়ান্ত রূপরেখা নির্ধারণ করা হবে।”
আজকের আলোচনায় রাষ্ট্র পরিচালনার মূলনীতি, নাগরিকদের মৌলিক অধিকার সম্প্রসারণ, পুলিশ কমিশন গঠনের প্রস্তাবসহ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। পাশাপাশি কমিশন আশা করছে, কয়েকটি অমীমাংসিত বিষয়েও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে একটি সমাধানসূত্র বেরিয়ে আসবে।
অধ্যাপক রীয়াজ আশাবাদ ব্যক্ত করে বলেন, “আমরা বিশ্বাস করি, এই গুরুত্বপূর্ণ প্রস্তাবগুলোর বিষয়ে জাতীয় ঐকমত্য তৈরি করা সম্ভব হবে।”
জাতীয় ঐকমত্য কমিশন দেশের বর্তমান রাজনৈতিক সংকট নিরসনে একটি গ্রহণযোগ্য কাঠামো ও নীতিগত প্রতিশ্রুতি তৈরির লক্ষ্যে কাজ করছে, যার একটি গুরুত্বপূর্ণ ধাপ হচ্ছে এই ‘জুলাই সনদ’।