Sunday, July 27, 2025
spot_imgspot_img
Homeজাতীয়জাতীয় ঐকমত্য সনদের খসড়া কালকের মধ্যে রাজনৈতিক দলগুলোর হাতে যাবে: ড. আলী রীয়াজ

জাতীয় ঐকমত্য সনদের খসড়া কালকের মধ্যে রাজনৈতিক দলগুলোর হাতে যাবে: ড. আলী রীয়াজ

আগামীকাল সোমবারের মধ্যেই রাজনৈতিক দলগুলোর কাছে ‘জুলাই সনদের’ খসড়া পাঠানো হবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ও যুক্তরাষ্ট্রভিত্তিক রাজনীতি বিশ্লেষক ড. আলী রীয়াজ।

রবিবার (২৭ জুলাই) সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আয়োজিত সংলাপের সূচনায় তিনি এ কথা জানান।

ড. রীয়াজ বলেন, “আজকের আলোচনার বিষয় নির্ধারণ করা হয়েছে রাষ্ট্রপরিচালনার মূলনীতি, নাগরিকদের মৌলিক অধিকার সম্প্রসারণ ও পুলিশ কমিশন গঠন। এছাড়া যেসব বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, সেসব বিষয়েও আলোচনার সুযোগ থাকবে।”

তিনি জানান, “২০টি আলোচ্য বিষয়ের মধ্যে ১০টি বিষয়ে রাজনৈতিক দলগুলো ইতোমধ্যে নোট অব ডিসেন্টসহ একমত হয়েছে। সাতটি বিষয়ে এখনো মতৈক্য হয়নি। বাকি তিনটি বিষয়ে আজ আলোচনা ও প্রস্তাব দেওয়া হবে। আজকের সংলাপ রাত ১০টা পর্যন্ত চলবে।”

বিশেষ করে নাগরিক অধিকার সম্প্রসারণে সব দলের সম্মতি পাওয়া গেছে বলেও উল্লেখ করেন তিনি। ড. রীয়াজ বলেন, “এই ঐকমত্যের ভিত্তিতে জাতীয় সনদের খসড়া তৈরি করা হয়েছে, যা আগামীকাল (২৮ জুলাই) দলগুলোর কাছে পাঠানো হবে। পরে সনদে স্বাক্ষরের জন্য সময়সূচি নির্ধারণ করা হবে।”

তিনি আরও বলেন, “৩১ জুলাইয়ের মধ্যে মৌলিক সংস্কার বিষয়ে সংলাপ শেষ করার লক্ষ্যে ঐকমত্য কমিশন সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। সময় সীমার মধ্যে এই জাতীয় উদ্যোগের সফল সমাপ্তি কাম্য।”

সংলাপে দেশের বড় রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা অংশ নেন এবং পারস্পরিক সংলাপের মাধ্যমে সুষ্ঠু রাজনৈতিক রূপরেখা তৈরির আশাবাদ ব্যক্ত করেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments