ভোলার চরফ্যাশনের চর মাদরাজ ইউনিয়নের চর আফজাল গ্রামে প্রেমিকের বাড়ির সামনে বিয়ের দাবিতে অনশন করছেন এক কিশোরী। প্রায় পাঁচ দিন ধরে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়ে এই অনশন চালিয়ে যাচ্ছেন তিনি।
ওই কিশোরী জানান, তিনি এবারের এসএসসি পরীক্ষার্থী ছিলেন। তবে ব্যবহারিক পরীক্ষা না দিতে পারায় ফলাফলে অকৃতকার্য হয়েছেন। তার দাবি, তিনি ভোলা জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহসমন্বয়ক হিসেবে কাজ করেছেন এবং সেখানেই প্রেমিক কিশোরের সঙ্গে তার পরিচয় ঘটে। সম্পর্কটি ধীরে ধীরে প্রেমে রূপ নেয় এবং তারা ঘনিষ্ঠতাও ভাগাভাগি করেন বলে কিশোরীর অভিযোগ।
তার দাবি, সম্পর্কের বিষয়ে একাধিকবার বিয়ের প্রতিশ্রুতি দিলেও এখন প্রেমিক ও তার পরিবার বিষয়টি অস্বীকার করছে। প্রেমিকের বিরুদ্ধে মানসিক ও শারীরিক প্রতারণার অভিযোগ এনেছেন তিনি।
এদিকে অভিযুক্ত কিশোরের পরিবার অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, তাদের ছেলে নির্দোষ। বরং একটি বিশেষ মহলের উসকানিতে তাকে ফাঁসানোর চেষ্টা চলছে বলেও দাবি করেন তারা।
চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি জানান, কিশোরী এখনো পর্যন্ত থানায় কিংবা উপজেলা প্রশাসনে কোনো লিখিত অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বস্ত করেন।
এ ঘটনায় স্থানীয়ভাবে বেশ চাঞ্চল্য তৈরি হয়েছে। সামাজিক ও পারিবারিকভাবে বিষয়টি নিয়ে আলোচনা চললেও এখনো কোনো সমাধান আসেনি।