বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী দাবি করেছেন, ২০২৪ সালের জুলাই-আগস্ট গণআন্দোলনের মূল নায়ক ছিলেন তারেক রহমান এবং সবচেয়ে বেশি আত্মত্যাগ করেছেন খালেদা জিয়া। শনিবার (২৬ জুলাই) বিকেলে চট্টগ্রাম নগরীর জিইসি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত সম্মিলিত পেশাজীবী পরিষদের আলোচনা সভা ও মহাসমাবেশে তিনি এসব কথা বলেন।
আমীর খসরু বলেন, “আন্দোলনের সুচনায় শহীদ ওয়াসিমের নাম কোথাও দেখা যায় না, অথচ তার প্রথম শাহাদাতেই আন্দোলনের রক্তচিহ্ন তৈরি হয়েছিল। ইতিহাস বিকৃতির এই সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।”
তিনি অভিযোগ করেন, “যেভাবে মুক্তিযুদ্ধে অংশ নেয়া লাখো মানুষ অবদান রাখলেও কৃতিত্ব দাবি করে গেছেন শেখ হাসিনা, সেই ধারার পুনরাবৃত্তি যেন আবার না ঘটে। রাজনীতিতে সংস্কার না আনলে শত সংস্কার করেও দেশ গড়া যাবে না।”
খসরু বলেন, “নির্বাচন পরবর্তী বাংলাদেশে রাষ্ট্রগঠনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি প্রস্তুত। তার ৩১ দফা কর্মসূচির মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, শিল্প, আইটি এবং কর্মসংস্থানের পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে আমরা কাজ করছি। প্রথম ১৮ মাসে এক কোটি কর্মসংস্থানের রূপরেখা তৈরি করা হয়েছে—এটি কোনো রাজনৈতিক স্লোগান নয়, বরং হিসাব নির্ভর পরিকল্পনা।”
তিনি নেতাকর্মীদের বলেন, “রাজনীতি কেবল বক্তৃতা দিয়ে চলবে না। এখন সময় দেশ গড়ার। প্রস্তুত থাকতে হবে রাষ্ট্রীয় দায়িত্ব পালনের জন্য।”
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন এবং বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।