Tuesday, July 29, 2025
spot_imgspot_img
Homeজাতীয়আবু সাঈদ হত্যা মামলায় অভিযোগ গঠনের শুনানি আজ

আবু সাঈদ হত্যা মামলায় অভিযোগ গঠনের শুনানি আজ

২০২৪ সালের ১৬ জুলাই রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সামনে পুলিশের গুলিতে শহীদ হন ছাত্র আন্দোলনের কর্মী আবু সাঈদ। এ ঘটনায় দায়ের করা মামলায় আজ (সোমবার, ২৮ জুলাই) ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হচ্ছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ এই শুনানি অনুষ্ঠিত হবে। প্রসিকিউশন সূত্রে জানা গেছে, শুনানিতে সব আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরুর আবেদন জানানো হবে।

মামলার আসামিদের মধ্যে মাত্র ৬ জনকে আজ ট্রাইব্যুনালে হাজির করা হবে। তারা হলেন: বেরোবির সাবেক প্রক্টর শরিফুল ইসলাম, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায় এবং ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী।

বাকি ২৪ জন আসামি এখনো পলাতক। এদের মধ্যে রয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও রংপুরের সাবেক পুলিশ কমিশনারসহ উচ্চপদস্থ কর্মকর্তা ও ক্ষমতাসীন দলের নেতারা। ট্রাইব্যুনাল ইতোমধ্যেই তাদেরকে পলাতক ঘোষণা করেছে।

উল্লেখ্য, গত ৩০ জুন এই মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। ট্রাইব্যুনাল-২ সেদিনই অভিযোগ আমলে নেয়।

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ হিসেবে আবু সাঈদের নাম ইতিহাসে স্মরণীয় হয়ে আছে। তার হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করা আন্দোলনকারীদের অন্যতম দাবি।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments