দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক জোট আসিয়ানে বাংলাদেশের সদস্যপদ অর্জনে মালয়েশিয়ার সমর্থন কামনা করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
রোববার (২৭ জুলাই) ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কন্যা ও পিপলস জাস্টিস পার্টির সহ-সভাপতি নুরুল ইজ্জাহ আনোয়ারের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ আহ্বান জানান তিনি।
বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, “আমরা আসিয়ানের অংশ হতে আগ্রহী, এজন্য মালয়েশিয়ার সক্রিয় সমর্থন প্রয়োজন।” তিনি জানান, বাংলাদেশ ২০২০ সালেই আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার আবেদন করে। বর্তমান চেয়ারম্যান হিসেবে মালয়েশিয়ার ভূমিকা এ প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সাক্ষাৎ শুরুতেই নুরুল ইজ্জাহ ঢাকার সাম্প্রতিক যুদ্ধবিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেন। উত্তরে অধ্যাপক ইউনূস বলেন, “এটি আমাদের জন্য এক মর্মান্তিক ঘটনা। আমরা বহু জীবন হারিয়েছি।”
বৈঠকে অধ্যাপক ইউনূস বাংলাদেশের চলমান রাজনৈতিক রূপান্তর ও অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম তুলে ধরেন। তিনি বলেন, “আমরা এক গুরুত্বপূর্ণ সংস্কারযাত্রার মধ্য দিয়ে যাচ্ছি। ছাত্রদের নেতৃত্বে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটেছে। ‘জুলাই অভ্যুত্থান’ তরুণদের দ্বারা সূচিত হলেও সব শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেয়।”
বাংলাদেশে বিনিয়োগে মালয়েশিয়ার কোম্পানিগুলোর প্রতি আহ্বান জানিয়ে ইউনূস বলেন, “বাংলাদেশের অর্ধেক জনসংখ্যার বয়স ২৭ বছরের নিচে। এই তরুণ জনশক্তিকে কাজে লাগিয়ে আপনারা শিল্প গড়ুন, রপ্তানি করুন—এটি দুই দেশের জন্যই লাভজনক হবে।”
বৈঠকে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী ও এসডিজি সমন্বয়কারী লামিয়া মোরশেদ।