Tuesday, July 29, 2025
spot_imgspot_img
Homeআন্তর্জাতিকইউক্রেনে ব্যাপক হামলায় রাশিয়ার দাবি—২৪ ঘণ্টায় ৫৩ ড্রোন পোস্ট ও ৮ স্টারলিংক টার্মিনাল ধ্বংস

ইউক্রেনে ব্যাপক হামলায় রাশিয়ার দাবি—২৪ ঘণ্টায় ৫৩ ড্রোন পোস্ট ও ৮ স্টারলিংক টার্মিনাল ধ্বংস

উক্রেনে চলমান যুদ্ধের অংশ হিসেবে মাত্র ২৪ ঘণ্টায় ইউক্রেনীয় বাহিনীর ৫৩টি ড্রোন নিয়ন্ত্রণ পোস্ট এবং ৮টি স্টারলিংক স্যাটেলাইট যোগাযোগ টার্মিনাল ধ্বংসের দাবি করেছে রাশিয়া।

রোববার (২৭ জুলাই) রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসকে এ তথ্য জানান দেশটির ‘ব্যাটলগ্রুপ ইস্ট’-এর মুখপাত্র আলেকজান্ডার গর্দেয়েভ। তিনি জানান, একই সময়ে ইউক্রেনীয় বাহিনীর প্রায় ১৯০ জন সেনা নিহত হয়েছে এবং রুশ বাহিনী আরও গভীরে অগ্রসর হয়েছে।

গর্দেয়েভ বলেন, “ইউক্রেনের দুটি যান্ত্রিক ব্রিগেড ও একটি মেরিন ব্রিগেডকে লক্ষ্য করে বড় ধরনের ক্ষয়ক্ষতি সাধন করেছে আমাদের ইউনিটগুলো।”

এছাড়া ‘ব্যাটলগ্রুপ ওয়েস্ট’-এর মুখপাত্র লিওনিদ শারোভ জানান, তাদের বাহিনী একই সময়ে ইউক্রেনীয় সেনাদের ওপর ২২০ জনের বেশি হতাহতের ঘটনা ঘটিয়েছে। পাশাপাশি ৪১টি ড্রোন নিয়ন্ত্রণ পোস্ট, ২৫টি ড্রোন, চারটি গোলাবারুদ ভাণ্ডার, দুটি ইলেকট্রনিক ওয়ারফেয়ার স্টেশন ও তিনটি সাঁজোয়া যান ধ্বংস করা হয়েছে।

খারকিভ ও দোনেৎস্ক অঞ্চলে ইউক্রেনীয় যান্ত্রিক, অ্যাসল্ট ও টেরিটোরিয়াল ব্রিগেডের ওপরও হামলা চালিয়ে রাশিয়া ফ্রন্টলাইনে নিজেদের অবস্থান মজবুত করেছে বলে দাবি করেন তিনি।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, দোনেৎস্কের জেলেনি গাই এবং দিনিপ্রোপেত্রোভস্কের মালিয়েভকা গ্রাম এখন তাদের নিয়ন্ত্রণে।

তারা আরও জানায়, ইউক্রেনের পাঠানো ২৫৭টি ড্রোন এবং পাঁচটি ‘হিমার্স’ রকেট ভূপাতিত করেছে রুশ আকাশ প্রতিরক্ষা।

অন্যদিকে, ইউক্রেনের সামরিক বাহিনীর দাবি, তারা শনিবার পর্যন্ত ৬৯টি সংঘর্ষে অংশ নিয়েছে এবং একাধিক রুশ আক্রমণ প্রতিহত করেছে।

এছাড়া ইউক্রেনীয় গোয়েন্দা সংস্থা এসবিইউ রাশিয়ার স্তাভরোপল অঞ্চলের একটি সামরিক ইলেকট্রনিক কারখানায় দূরপাল্লার ড্রোন হামলা চালিয়েছে বলেও জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments