জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, দেশে গুণগত রাজনৈতিক পরিবর্তনের জন্য সংসদে উচ্চকক্ষ প্রতিষ্ঠা জরুরি, এবং তা অবশ্যই পিআর (প্রতিনিধিত্বমূলক) পদ্ধতিতে গঠিত হতে হবে। এ শর্ত পূরণ হলে তবেই এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করবে বলে জানান তিনি।
রবিবার (২৭ জুলাই) বিকেলে শেরপুর শহরের রঘুনাথ বাজার থানা মোড়ে এনসিপি শেরপুর জেলা শাখার আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, “সংবিধানে মৌলিক সংস্কার ছাড়া রাষ্ট্রব্যবস্থায় কোনো ইতিবাচক পরিবর্তন আসবে না। যদি জুলাই সনদে এই গুণগত পরিবর্তন নিশ্চিত না হয়, আমরা এতে সমর্থন দিতে পারি না। কেবল সনদ নয়, এই ঘোষণাপত্র সংবিধানে সংযুক্ত করতেই হবে।”
তিনি আরও ঘোষণা দেন, আগামী ৫ আগস্টের মধ্যে সরকার যদি জুলাই সনদ ও ঘোষণাপত্র প্রদান না করে, তাহলে ছাত্র-জনতাকে নিয়ে ঢাকায় বৃহত্তর কর্মসূচি দিয়ে তা আদায় করা হবে।
বর্তমান রাষ্ট্রব্যবস্থাকে এক ব্যক্তির নিয়ন্ত্রণাধীন ‘স্বৈরাচারী কাঠামো’ আখ্যা দিয়ে তিনি বলেন, “আমরা যে উচ্চকক্ষের প্রস্তাব করছি, সেটি এই কর্তৃত্ববাদ দূর করার পথ। সেখানে পিআর পদ্ধতিতে নির্বাচন হবে এবং জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব নিশ্চিত হবে।”
সীমান্তে ভারতের হাতে নিরীহ বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনার প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, “ভারতে আশ্রয় নেওয়া স্বৈরাচারের দোসরদের আমরা ফেরত চাই। তাদের পুশ-ইন করুন, জনগণ তাদের বিচার করবে।”
সমাবেশে সভাপতিত্ব করেন এনসিপি শেরপুর জেলার প্রধান সমন্বয়কারী প্রকৌশলী মো. লিখন মিয়া। বক্তব্য রাখেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম প্রমুখ।