বর্ষাকালে ভারতে সাপের কামড়ে মৃত্যুর ঘটনা নতুন নয়। তবে এক বছরের একটি শিশুর কামড়ে বিষধর কোবরা সাপের মৃত্যু – নিঃসন্দেহে তা বিস্ময়কর! এমনই একটি অদ্ভুত ও চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে ভারতের বিহার রাজ্যের পশ্চিম চম্পারন জেলার মোহছি বনকাটোয়া গ্রামে।
গত বৃহস্পতিবার (২৪ জুলাই) গ্রামের বাসিন্দা এক বছরের শিশু গোবিন্দ বাড়ির পাশে খেলছিল। মা তখন ব্যস্ত ছিলেন বাড়ির পেছনে রান্নার কাঠ গোছাতে। হঠাৎ একটি কোবরা সাপ বেরিয়ে এলে শিশুটি ভয় না পেয়ে সাপটিকে ধরে মুখ দিয়ে কামড় দেয়। এতে সাপটির মৃত্যু হয়।
শিশুটির নানি মতিসারি দেবী জানান, সাপটিকে ‘গেহুঁওন’ বা স্থানীয় ভাষায় কোবরা হিসেবে শনাক্ত করা হয়। সাপটিকে কামড় দেওয়ার পরই গোবিন্দ অচেতন হয়ে পড়ে। পরে তাকে দ্রুত স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হয় এবং সেখান থেকে বেতিয়া সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। চিকিৎসার পর শিশুটি এখন পুরোপুরি সুস্থ।
শিশুটির চিকিৎসক ডা. কুমার সৌরভ জানান, ভর্তি হওয়ার সময় তার মুখের চারপাশ কিছুটা ফুলে ছিল। পরিবারের ভাষ্যমতে, শিশুটি শুধু সাপকে কামড়ায়নি, বরং হয়তো তার কিছু অংশ খেয়েও ফেলেছিল। তবে সাপের বিষ পেট দিয়ে গেলে তা সাধারণত হজম হয়ে যায় এবং শরীর সেটিকে নিষ্ক্রিয় করে দেয়। কিন্তু খাদ্যনালিতে ক্ষত থাকলে বিষ রক্তে মিশে যেতে পারে।
এই ঘটনা পুরো গ্রামে চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সাংবাদিক নেওয়াজ বলেন, “শ্রাবণ মাসে সাপ দেখা আমাদের এলাকায় সাধারণ, কিন্তু শিশুর হাতে কোবরা মারা যাওয়ার ঘটনা এবারই প্রথম।”
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, ভারতে প্রতি বছর সাপের কামড়ে মৃত্যু হয় প্রায় ৫৮ হাজার মানুষের। শুধু বিহারে ২০২৩-২৪ অর্থবছরে সাপে কেটে মৃত্যু হয়েছে ৯৩৪ জনের।