Tuesday, July 29, 2025
spot_imgspot_img
Homeঅন্যান্যঐকমত্য বৈঠক থেকে বিএনপির সাময়িক ওয়াকআউট

ঐকমত্য বৈঠক থেকে বিএনপির সাময়িক ওয়াকআউট

ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফার ২০তম দিনের বৈঠক থেকে সাময়িক সময়ের জন্যে ওয়াকআউট করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (২৮ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে শুরু হওয়া বৈঠকে কয়েক মিনিটের মধ্যেই তারা এ সিদ্ধান্ত নেয়।

এদিন বৈঠকের আলোচ্য বিষয়গুলোর মধ্যে অন্যতম ছিল সরকারি কর্ম কমিশন, দুর্নীতি দমন কমিশন (দুদক), মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন্যায়পালের নিয়োগ সংক্রান্ত বিধানের ওপর ভিত্তি করে কমিটি গঠন। বিএনপির দাবি, এসব সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে কমিটি গঠন করে নিয়োগের বিধান সংবিধানে অন্তর্ভুক্ত করা হলে তা ভবিষ্যতে নির্বাহী বিভাগের কার্যক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করতে পারে এবং রাষ্ট্র পরিচালনায় জটিলতার সৃষ্টি হতে পারে।

বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, “আমরা বিশ্বাস করি, সাংবিধানিকভাবে স্বৈরতন্ত্রের উদ্ভব রোধ করতে হলে তিনটি স্তরে নিরাপত্তা রাখতে হবে। আমরা সেই কাঠামোই প্রস্তাব করেছি। বিচার বিভাগ সংস্কারের উদ্যোগ চলছে, এবং ফ্রিডম অব প্রেস প্রায় বাস্তবায়িত।”

তিনি আরও বলেন, “এই সব সুরক্ষাবলয় থাকা সত্ত্বেও নির্বাহী বিভাগ যেন তার পূর্ণ ক্ষমতা অনুযায়ী কাজ করতে পারে, সেটি নিশ্চিত করা দরকার। জনগণের কাছে জবাবদিহিতা থাকবে, কিন্তু রাষ্ট্র পরিচালনার যথাযথ ক্ষমতাও থাকতে হবে।”

তবে তিনি জানান, এটি স্থায়ী সিদ্ধান্ত নয়। আলোচনার ধারাবাহিকতা রক্ষা করতে তারা পরবর্তী আলোচনায় অংশ নেবেন এবং নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করবেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments