Tuesday, July 29, 2025
spot_imgspot_img
Homeজাতীয়পাল্টা শুল্ক রোধে বোয়িংয়ের ২৫টি উড়োজাহাজ কিনছে বাংলাদেশ

পাল্টা শুল্ক রোধে বোয়িংয়ের ২৫টি উড়োজাহাজ কিনছে বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের আরোপ করা ৩৫ শতাংশ পাল্টা শুল্ক কমাতে বড় পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ। মার্কিন কোম্পানি বোয়িংয়ের কাছ থেকে ২৫টি উড়োজাহাজ কেনার জন্য নতুন ক্রয়াদেশ দেওয়ার কথা জানিয়েছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। একইসঙ্গে যুক্তরাষ্ট্র থেকে গম, সয়াবিন তেল ও তুলা আমদানি বাড়ানোর উদ্যোগও নেওয়া হয়েছে।

রোববার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাণিজ্য সচিব জানান, “আমাদের বহর সম্প্রসারণের পরিকল্পনা আগে থেকেই ছিল। এবার আমরা পাল্টা শুল্ক ইস্যুতে বোয়িংয়ের কাছে ২৫টি এয়ারক্রাফটের অর্ডার দিয়েছি।”

বর্তমানে বাংলাদেশ বিমান বহরে বেশিরভাগ উড়োজাহাজই বোয়িংয়ের। তবে আগের সরকার ফ্রান্সের এয়ারবাস থেকে উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নিয়েছিল, যা বর্তমান সরকার পরিবর্তন করেছে।

বাণিজ্য ঘাটতি কমিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্ক থেকে রেহাই পেতেই এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে। আগামী ২৯ ও ৩০ জুলাই যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির (USTR) সঙ্গে বৈঠকে অংশ নিতে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হচ্ছে। বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানও উপস্থিত থাকবেন।

বাণিজ্য সচিব জানান, “আমরা যুক্তরাষ্ট্র থেকে গম আমদানির চুক্তি করেছি। পাশাপাশি তুলা আমদানি বাড়িয়ে আগের ১.৮ বিলিয়ন ডলারের ঘরে ফিরিয়ে আনার চেষ্টা চলছে।”

এ বৈঠক থেকেই ১ আগস্টের মধ্যে শুল্ক ইস্যুতে ইতিবাচক ফল পাওয়ার আশা করছে সরকার।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments