Tuesday, July 29, 2025
spot_imgspot_img
Homeবিনোদনশর্তসাপেক্ষে শুটিং চালু উত্তরা সেক্টর-৪ এ: নীতিমালা করবে এফটিপিও

শর্তসাপেক্ষে শুটিং চালু উত্তরা সেক্টর-৪ এ: নীতিমালা করবে এফটিপিও

উত্তরা সেক্টর-৪ কল্যাণ সমিতির দেওয়া নাটক ও সিনেমার শুটিং নিষেধাজ্ঞা শর্তসাপেক্ষে প্রত্যাহার করা হয়েছে। শনিবার (২৬ জুলাই) বিকেলে কল্যাণ সমিতি, হাউজ মালিক ও টেলিভিশন নির্মাণ সংশ্লিষ্টদের মধ্যে অনুষ্ঠিত এক যৌথ বৈঠকে এই সমঝোতা হয়।

এর আগে, ২০ জুলাই কল্যাণ সমিতির পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তিতে শুটিংজনিত জনসমাগম, শব্দদূষণ ও স্থানীয় বাসিন্দাদের ভোগান্তির কথা উল্লেখ করে হাউজ মালিকদের বাড়ি ভাড়া না দেওয়ার আহ্বান জানানো হয়েছিল। এরপর নির্মাতাদের পক্ষ থেকে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু জানান, আলোচনার মাধ্যমে সমাধান এসেছে। তিনি বলেন, “ফেডারেশন অব টেলিভিশন প্রফেশনালস অর্গানাইজেশন (এফটিপিও) শিগগিরই একটি নীতিমালা তৈরি করে কল্যাণ সমিতিতে দেবে। আলোচনায় উত্থাপিত অধিকাংশ শর্তই আমাদের খসড়ায় রয়েছে।”

হাউজ মালিক এসোসিয়েশনের উপদেষ্টা খলিলুর রহমান জানান, “আমরা যে কোনো নীতিমালা মেনে চলতে প্রস্তুত। এলাকাবাসীর সুবিধার দিক বিবেচনায়ই হাউজ পরিচালনা করা হবে।”

আলোচনায় বিশেষ গুরুত্ব পেয়েছে শুটিংয়ের সময় নির্ধারণ। এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক আসলাম হোসাইন জানান, “সিদ্ধান্ত হয়েছে—রাত ১১টার পর কোনো শুটিং করা যাবে না। পাশাপাশি রাস্তায় বা আউটডোরে শুটিং হলে জনদুর্ভোগ ও যানজট এড়াতে সতর্ক থাকতে হবে।”

বর্তমানে উত্তরা সেক্টর-৪ এলাকায় নিয়মিত শুটিং হয় এমন তিনটি হাউজ হচ্ছে—লাবণী-৪, লাবণী-৫ ও আপন ঘর-২। সংশ্লিষ্ট সব পক্ষের মতামতের ভিত্তিতে শিগগিরই একটি সার্বজনীন নীতিমালা গঠনের মধ্য দিয়ে উত্তরা সেক্টর-৪-কে শুটিং-বান্ধব ও বাসযোগ্য রাখার প্রত্যাশা করা হচ্ছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments