Wednesday, July 30, 2025
spot_imgspot_img
Homeরাজনীতিলুৎফুজ্জামান বাবরকে হেয় করে বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া, অ্যাডভোকেট শিশির মনিরের হুঁশিয়ারি

লুৎফুজ্জামান বাবরকে হেয় করে বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া, অ্যাডভোকেট শিশির মনিরের হুঁশিয়ারি

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে হেয় করে মন্তব্য করায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে দেশজুড়ে প্রতিক্রিয়া ছড়িয়ে পড়েছে। এ বিষয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। সোমবার (২৮ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লেখেন, “জনাব লুৎফুজ্জামান বাবর মজলুমদের জীবন্ত প্রতীক। তাঁকে হেয় প্রতিপন্ন করে কথা বলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সম্মান প্রদর্শন করুন—তবেই আপনি সম্মান পাবেন।”

এর আগে, গতকাল (২৭ জুলাই) নেত্রকোনার মোক্তারপাড়া পুরাতন কালেক্টরেট মাঠে ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির সমাবেশে এনসিপি নেতা নাসীরুদ্দীন বলেন, “বাংলাদেশের সবচেয়ে বড় ঘটনা ১০ ট্রাক অস্ত্রের চালান। যদি হ্যান্ডেলই করতে না পারেন, তাহলে নিয়ে আসলেন কেন?” তিনি অভিযোগ করেন, এই ঘটনার কারণে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ে এবং বহু মানুষের জীবন বিপন্ন হয়। সেই সঙ্গে তিনি বিচারপ্রক্রিকেও ‘প্রহসন’ বলে আখ্যায়িত করেন।

উল্লেখ্য, ২০০৪ সালের ১ এপ্রিল চট্টগ্রামের সিইউএফএল ঘাট থেকে ১০ ট্রাক অবৈধ অস্ত্র আটক করা হয়। এসব অস্ত্র চীনে তৈরি এবং ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার জন্য আনা হয়েছিল বলে তদন্তে উঠে আসে। ঘটনায় দায়ের হওয়া মামলায় বিচারিক আদালত বাবরকে মৃত্যুদণ্ড দিলেও পরবর্তী সময়ে হাইকোর্টে তিনি খালাস পান।

নাসীরুদ্দীনের মন্তব্যের বিরোধিতা করে অনেকে বলছেন, বিচারিক রায় ও খালাস পাওয়া একজন ব্যক্তিকে এভাবে প্রকাশ্যে অপমান করা অনুচিত এবং আইনি ও সামাজিক শালীনতার পরিপন্থী।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments