গাজীপুরের টঙ্গীতে খোলা ম্যানহোলে পড়ে নিখোঁজ হওয়া নারী তাসনিম সিদ্দিকী জ্যোতির মরদেহ ৩৬ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ৯টার দিকে টঙ্গীর বাষ্পট্টি বিলের মাঝখান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
এর আগে, রোববার (২৭ জুলাই) রাত ৮টার দিকে টঙ্গী পশ্চিম থানাধীন হোসেন মার্কেট এলাকায় ভারী বৃষ্টির সময় হাঁটার পথে খোলা একটি ম্যানহোলে পড়ে যান জ্যোতি। মুহূর্তেই পানির প্রবল স্রোতে তলিয়ে যান তিনি।
মৃত তাসনিম সিদ্দিকী রাজধানীর মিরপুর ১০ নম্বরের বাসিন্দা এবং ‘মনি ট্রেডিং’ নামক একটি ওষুধ আমদানিকারক প্রতিষ্ঠানে সেলস এক্সিকিউটিভ হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি চুয়াডাঙ্গা জেলার মসজিদপাড়ায়।
দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস উদ্ধার কাজ শুরু করলেও সোমবার রাত পর্যন্ত কোনো খোঁজ না মেলায় স্থানীয়দের মাঝে ক্ষোভ ছড়িয়ে পড়ে। এরপর সোমবার সন্ধ্যায় বিক্ষুব্ধ জনতা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে প্রায় দুই ঘণ্টা প্রতিবাদ জানান।
স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে খোলা ম্যানহোল ও সংকুচিত ড্রেনই এমন মর্মান্তিক দুর্ঘটনার কারণ।
ফায়ার সার্ভিসের টঙ্গী ইউনিট প্রধান শাহিন আলম জানান, ম্যানহোলটি প্রায় ১০ ফুট গভীর ছিল এবং পানিতে পুরোপুরি ডুবে ছিল। অবশেষে মঙ্গলবার সকালে মরদেহ উদ্ধার করা সম্ভব হয়।
ঘটনার পর গাজীপুর সিটি করপোরেশন চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। আগামী সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
স্থানীয়রা দুর্ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে নিরাপদ চলাচলের ব্যবস্থা, ঢাকনাযুক্ত ম্যানহোল এবং কার্যকর ড্রেনেজ ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।