নারী কোপা আমেরিকার জমজমাট সেমিফাইনালে টাইব্রেকারে আর্জেন্টিনাকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে কলম্বিয়া। একই সঙ্গে ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের টিকিটও নিশ্চিত করেছে তারা।
ইকুয়েডরের কুইটোতে সোমবার (২৮ জুলাই) রাতে অনুষ্ঠিত ম্যাচে নির্ধারিত ৯০ মিনিট এবং অতিরিক্ত সময়েও গোলের দেখা মেলেনি। ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে ৫-৪ ব্যবধানে জিতে কলম্বিয়া নিশ্চিত করে ফাইনালের টিকিট।
পুরো ম্যাচজুড়েই মাঠে দাপট দেখায় কলম্বিয়া। বল দখল, আক্রমণ কিংবা শট—সব দিকেই এগিয়ে ছিল তারা। তবে আর্জেন্টিনাও চোখে চোখ রেখে লড়াই করেছে। টাইব্রেকারে কলম্বিয়ান গোলরক্ষক ক্যাথরিন তাইপে আর্জেন্টিনার পাউলিনা গ্রামালিয়ার শট ঠেকিয়ে দলকে এগিয়ে দেন। যদিও পরে কলম্বিয়ার মারিয়া রামিরেজের শট পোস্টে লেগে ফিরে আসে, তবে এরপর আর কোনো ভুল করেনি তারা।
ষষ্ঠ শটে ওয়েন্ডি বোনল্লিয়া বল জালে পাঠান। এরপর আর্জেন্টিনার এলিয়ানা স্টাবিলি গোল করতে ব্যর্থ হলে উল্লাসে মেতে ওঠে কলম্বিয়া শিবির।
ম্যাচ শেষে ক্যাথরিন তাইপে বলেন, “এই মুহূর্ত ভাষায় প্রকাশ করার মতো নয়। আমরা ফাইনালে উঠেছি, অলিম্পিকে যাচ্ছি—এটাই ছিল আমাদের লক্ষ্য। এখন লক্ষ্য একটাই—শিরোপা।”
উল্লেখ্য, টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠল কলম্বিয়া। তবে ২০২২ সালের ফাইনালে ব্রাজিলের কাছে হেরে শিরোপা হাতছাড়া হয়েছিল তাদের।
আগামী ৩ আগস্ট কুইটোতেই অনুষ্ঠিত হবে ফাইনাল। দ্বিতীয় সেমিফাইনালে বুধবার মুখোমুখি হবে ব্রাজিল ও উরুগুয়ে।