Tuesday, July 29, 2025
spot_imgspot_img
Homeআন্তর্জাতিকযুক্তরাষ্ট্রের শুল্কনীতি মোকাবেলায় বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস চীনের

যুক্তরাষ্ট্রের শুল্কনীতি মোকাবেলায় বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস চীনের

যুক্তরাষ্ট্রের একতরফা ‘পাল্টা শুল্ক’ নীতির নেতিবাচক প্রভাব মোকাবেলায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দিয়েছে চীন।

মঙ্গলবার (২৯ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোমেটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিক্যাব) আয়োজিত ‘ডিক্যাব টক’ অনুষ্ঠানে এই আশ্বাস দেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

তিনি বলেন, “যুক্তরাষ্ট্রের এই পাল্টা শুল্ক আরোপ আধিপত্য বিস্তারের কৌশল। এটি বিশ্ববাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) নীতির সঙ্গে সাংঘর্ষিক এবং এর ফলে বৈশ্বিক অর্থনীতিতে অস্থিরতা বাড়ছে।”

বাংলাদেশ ও পাকিস্তানের সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহের কথা জানিয়ে রাষ্ট্রদূত বলেন, “ত্রিপক্ষীয় এই সহযোগিতার মূল উদ্দেশ্য অর্থনৈতিক উন্নয়ন ও প্রতিবেশী দেশগুলোর সার্বভৌমত্ব রক্ষা করা। এটি কোনো তৃতীয় পক্ষবিরোধী জোট নয়। দক্ষিণ এশিয়ার কোনো দেশ এখনো এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেনি।”

তিস্তা নদী উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন প্রসঙ্গে ইয়াও ওয়েন বলেন, “চীন প্রস্তুত রয়েছে। এখন সিদ্ধান্ত বাংলাদেশকেই নিতে হবে।”

রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে রাষ্ট্রদূত বলেন, “রোহিঙ্গাদের নিজ দেশে ফেরা ছাড়া টেকসই কোনো সমাধান নেই। তবে রাখাইনের পরিস্থিতির কারণে তা এখনই সম্ভব নয়। চীন মিয়ানমার ও বাংলাদেশের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে।”

আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “চীন মনে করে, অন্তর্বর্তী সরকার একটি অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে সক্ষম।”

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -spot_img

Most Popular

Recent Comments