কুমিল্লার মুরাদনগরে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার অনুসারী এবং বিএনপি সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে। সংঘর্ষে ইটপাটকেল নিক্ষেপেরও ঘটনা ঘটে।
ঘটনাটি ঘটে বুধবার (৩০ জুলাই) বিকেলে মুরাদনগর উপজেলা সদরের আল্লাহু চত্বর এলাকায়।
স্থানীয়রা জানান, একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে প্রচারিত প্রতিবেদনকে ঘিরে তার অনুসারীরা বিক্ষোভ মিছিলের আয়োজন করে। একই সময়ে উপজেলা ছাত্রদলের ব্যানারে বিএনপির নেতাকর্মীরা গ্রেপ্তার ও মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি পালন করছিলেন।
বিক্ষোভ চলাকালে বিএনপি সমর্থকেরা উপদেষ্টা আসিফের অনুসারীদের ‘আওয়ামী লীগের দালাল’ বলে অভিযোগ তুলে ধাওয়া দিলে সংঘর্ষের সূচনা হয়। পরে আসিফপন্থীরাও পাল্টা ধাওয়া দেন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে ইটপাটকেল ছোড়াছুড়ি শুরু হয়। এতে অন্তত পাঁচজন আহত হন, তবে কারও অবস্থা গুরুতর নয়। তারা স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
ঘটনার পর উপদেষ্টা আসিফ মাহমুদের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
মুরাদনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া বলেন, “আমাদের ছাত্রদলের পূর্বনির্ধারিত কর্মসূচির বিপরীতে ইচ্ছাকৃতভাবে আসিফ মাহমুদের অনুসারীরা পাল্টা মিছিল করে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। আওয়ামী লীগের নেতাকর্মীরা এনসিপির ব্যানারে আমাদের কর্মসূচিতে বাধা দিয়েছে। এমনকি আমাদের উপজেলা বিএনপির কার্যালয়েও হামলা চালানো হয়েছে। এতে আমাদের অন্তত ১৫ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ৪ জন গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।”
এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি–তদন্ত) আমিন কাদের খান বলেন, “ঘটনার সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সামান্য ইটপাটকেল ছোড়াছুড়ি হয়েছে, তবে হতাহতের তেমন কোনো তথ্য নেই। বর্তমানে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”