একজন ব্যক্তি নিজের নামে ১০টির বেশি মোবাইল সিম রাখলে সেগুলো অবশ্যই আগামী ৩০ অক্টোবর ২০২৫ এর মধ্যে ডি-রেজিস্ট্রার করতে হবে—এমন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
বুধবার (৩০ জুলাই) বিকেলে বিটিআরসির অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। সেখানে উল্লেখ করা হয়, একজন গ্রাহক সর্বোচ্চ ১০টি সিম নিবন্ধন করাতে পারবেন। এর বেশি সিম থাকলে অতিরিক্তগুলো সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ার-এ গিয়ে ডি-রেজিস্ট্রার করতে হবে।
বিটিআরসি জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে অতিরিক্ত সিম ডি-রেজিস্ট্রার না করলে ৩০ অক্টোবর ২০২৫ এর পর তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এই উদ্যোগের মূল লক্ষ্য হচ্ছে অবৈধ সিম ব্যবহারে নিয়ন্ত্রণ আনা এবং মোবাইল ফোন অপব্যবহার প্রতিরোধ করা।
নিজ নামে কতটি সিম নিবন্ধিত আছে তা জানতে চাইলে, মোবাইল ফোনে ডায়াল করুন *16001#। এই সেবা সরাসরি বিটিআরসির তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে।
বিটিআরসি বলছে, দেশের মোবাইল নেটওয়ার্ককে নিরাপদ, নিয়ন্ত্রিত ও জবাবদিহিমূলক রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তারা গ্রাহকদেরকে সময়মতো সচেতন হয়ে এই প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আহ্বান জানিয়েছে।