বাংলাদেশের কৃষি খাতে উন্নত ড্রোন প্রযুক্তি সরবরাহে আগ্রহ প্রকাশ করেছে চীন। গত ৩০ জুলাই (বুধবার) ঢাকায় চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে এই আগ্রহের কথা জানানো হয়। সচিবালয়ের কৃষি মন্ত্রণালয়ে কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে বৈঠকে অংশ নেন চীনা রাষ্ট্রদূত।
সাক্ষাতে দুই দেশের মধ্যে কৃষিপণ্য রপ্তানি, প্রযুক্তি হস্তান্তর ও জ্ঞান বিনিময়সহ পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। উপদেষ্টা জানান, চীন বহুদিন ধরেই বাংলাদেশের গুরুত্বপূর্ণ উন্নয়ন সহযোগী। দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্ণ হয়েছে, যা ভবিষ্যতে আরও দৃঢ় হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
তিনি চলতি মৌসুমে বাংলাদেশের আম আমদানির জন্য চীন সরকারকে ধন্যবাদ জানান এবং আগামীতেও কাঁঠাল ও সুগন্ধি চালসহ অন্যান্য কৃষিপণ্যের রপ্তানির বিষয়টি বিবেচনায় নেওয়ার আহ্বান জানান।
বাংলাদেশের কৃষিকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে উপদেষ্টা চীনকে যান্ত্রিকীকরণ প্রযুক্তি হস্তান্তর, উন্নত কোল্ড স্টোরেজ স্থাপন ও কৃষক ও কৃষি সংশ্লিষ্টদের প্রশিক্ষণের বিষয়ে সহায়তার অনুরোধ জানান।
জবাবে রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানান, কৃষি উন্নয়নে বাংলাদেশকে সহায়তা করতে চীন আগ্রহী। শুধু ড্রোন প্রযুক্তিই নয়, কৃষিতে সার কারখানা নির্মাণ, নিরাপদ খাদ্য উৎপাদনসহ আরও বহু খাতে যৌথভাবে কাজ করতে প্রস্তুত রয়েছে চীন।
বিশেষজ্ঞদের মতে, এই বৈঠকটি দ্বিপাক্ষিক কৃষি সহযোগিতাকে আরও জোরদার করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ, যা ভবিষ্যতে বাংলাদেশ-চীন সম্পর্ককে নতুন মাত্রায় নিয়ে যাবে।